???????? ~~ঈদ~~????????
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৯ জুলাই, ২০২২, ০১:৫৬:৫৩ দুপুর
ঈদ মানে আনন্দ
ঈদ মানে খুশি
ঈদের দিন ভোর হতে
কত মাতামাতি!
ঈদ আসে মুছে দিতে
সকল বিবাদ দ্বন্দ্ব
শয়তান তাই কেদে মরে
কাজ করেনা মন্ত্র
সারা জাহান মুসলিম
এই দিনটি জন্য
প্রভূর দেওয়া নিয়ামত
জীবন করে ধন্য
ঈদ মানে বিশালতা
গুরুত্ব অতুল!
বাবা ইব্রাহিম হয়ে
চলছে অটুল!
ঈদ মানে শুধু নয়
গরু কুরবানি!
ঈদ হলো সকলের
হও গরীব-ধনী
এই ঈদে কী পারিনা
আমরা সবাই
পশু কুরবানির আগে
মনের পশুত্বকে জবাই!null
বিষয়: বিবিধ
৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন