শুভদিন

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২২ ডিসেম্বর, ২০১৮, ১০:২৬:২৯ রাত



আসিতেছে শুভদিন

সুদিতে হইবে ঋণ

হবে না ঠাই

বাংলার বায়

পালাবি কোথায় !

নেই"ত উপায় !

ভাদা তরা চুর

দেখবি না ভোর

আসিতেছে শুভদিন !

গ্রাম-বাংলার জনতার

শুরু তর্জন গর্জন

করবে গুলি চালাবে কামান

ভয় নেই মৃত্যু বরণ!

আমরা মরতে পারি

রাখতে মায়ের সম্মান !

তোদের ধর্ম কর্ম

নিজেই জানিস না

জানিস না কোথায় জন্ম

মোদের ধর্ম শিখাতে আসবিনা

তোদের কথায় মনে হয়

বাসের চেয়ে কঞ্চী বড়

নির্বোধ কনখার!

তোদের জন্য আমার শেষ ছায়া টুকুও

করতে পারি পুড়ে ছারখার

তবুও তোদের আশ্রয় হবে না

এই বাংলায়...

আসিতেছে শুভদিন

সুদিতে হইবে ঋণ

বনো গ্রায়ে শিয়াল রাজা

রক্তশোষণ করছিস কর

রক্ত নিয়ে খেলা

এই খেলার শেষ

হবে বাংলায় ।

আসিতেছে শুভদিন.

বিষয়: বিবিধ

৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File