@@ আমার এ জীবন @@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৬ জানুয়ারি, ২০১৮, ০৯:৪০:৫১ রাত
আমার এ জীবন
কেন যে এমন হল!
পাওয়া সুখে ,
না পাওয়া কোন দুঃখে
মনটা আজ এলোমেলো ।
জানি না কি অপরাধে ,
অপরাধী আমি
জানি না কি ভুলে
ভুল বুঝে সবই !!
আমি এখন একা একা
ভাল নেই তবুও পড়ে থাকা
জানি আর কত দিন !!
সবার জীবনে স্বপ্ন থাকে
আমার স্বপ্ন গুলো মিছে মিছে
কেন ভেংগে যায়…
পাই না বুঝে ,এই জীবনের কি মানে ! ?
আমি এখন মেঘ পাখির মত
থাকি ওই আকাশে তাকিয়। আমার এ জীবন
কেন যে এমন হল!
পাওয়া সুখে ,
না পাওয়া কোন দুঃখে
মনটা আজ এলোমেলো ।
জানি না কি অপরাধে ,
অপরাধী আমি
জানি না কি ভুলে
ভুল বুঝে সবই !!
আমি এখন একা একা
ভাল নেই তবুও পড়ে থাকা
জানি আর কত দিন !!
সবার জীবনে স্বপ্ন থাকে
আমার স্বপ্ন গুলো মিছে মিছে
কেন ভেংগে যায়…
পাই না বুঝে ,এই জীবনের কি মানে ! ?
আমি এখন মেঘ পাখির মত
থাকি ওই আকাশে তাকিয়।
বিষয়: বিবিধ
৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন