সামাজিক অবক্ষয়ের পথে নতুন প্রজন্ম

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৪ ডিসেম্বর, ২০১৫, ০২:২১:০৫ রাত



ইংরেজি ৮ অক্ষর দিয়ে লেখা ইন্টারনেট । ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অগণিত নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত এক বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা । ইন্টারনেট ব্যবহার করে নিমেষেই পৃথিবীর যে কোনও প্রান্তে ঘুরে আসা যায় । বলতে গেলে ইন্টারনেটের এই যুগে পৃথিবী এখন হাতের মুঠোয় ।বহুত ব্যবহিত ইন্টারনেট ব্যবহারে যেমন মানুষ উপকৃ্ত হচ্ছেন তেমনি অপব্যবহারের দিকটাও কম নয় । তথ্য ভান্ডারে সমৃদ্ধশালী এই ইন্টানেট । এতে সুস্থ সংস্কৃতির পাশা-পাশী রয়েছে অসুস্থ সংস্কৃতি বিভিন্ন সাইট। ইন্টারনেট ব্যবহার করেন তরুণ প্রজন্মের এক বিশাল অংশ । তারা অনেক সময় এসব সাইটে ভিজিট করে অনেক সময় নষ্ট করেন । তরুণ প্রজন্মের কথা চিন্তা করে পৃথিবীর বিভিন্ন দেশ এসব সাইট বন্ধ রেখেছে । সাম্পতিক ভারতেও এসব কয়েকটি পর্নগ্রাফিক সাইট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ক্রমান্বয়ে সবগুলো পর্ন সাইট নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছে । বাংলাদেশে তা নিয়ন্ত্রণের এখনো দৃশ্যমান কোনও উদ্যোগ নেয়নি সরকার!বিটিআরসি কিন্তু কেন? ফেসবুক ইউটিউব বন্ধ হয় অবলীলায় কিন্তু পর্ণ ওয়েবসাইটগুলো হয় না কেন? পর্ণ ওয়েবসাইটগুলোর উপরে কি নজরদারির প্রয়োজন নেই? তরুণ প্রজন্মের আকর্ষণীয় এসব পর্ণও সাইট কেন আজ বন্ধ হচ্ছেনা তা আজ বোধগম নয় । আজকাল রাস্তা-ঘাটে শীনহানী ইফটেজিং ,শিক্ষক ছাত্রী ধর্ষণ আগের যে কোন সময়ের চেয়ে বেশি কারণ নৈতিক অবক্ষয় । আজকাল কম মূল্যের এন্ডিওয়েট সেটে এসব সাইট দেখতে সমস্যা না হওয়ায় এসব সাইটে উড়তি বয়সের ছেলেরা নেশার মতই আসক্ত হয়ে পড়ছে ।এক সমীক্ষায় দেখা গেছে পর্ণ সার্চে বিশ্বের ২০ টি শহরের মধ্যে তিনটি শহর রয়েছে বাংলাদেশে ।এই পর্ন দেখার ফলে তাতক্ষণিক দৃশ্যমান কোনো ক্ষতি মনে না হলেও জেনারেশন টু জেনারেশন এক ধরনের সামাজিক অবক্ষয় ঘটে।অতি বিলম্বে কৃতপক্ষ এই বিষয় গুলো বিবেচনায় নিয়ে দেশের ভবিষ্যৎ এই নতুন প্রজন্মেকে সঠিক পথে আনার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন । এই কামনা করছি ।

বিষয়: রাজনীতি

১৩৮৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353881
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:৪০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বাস্তবতা থেকে পালানোর পথ নেই, বিবেকের শক্তি ছাড়া!!!
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:০৮
293930
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাকুম আসসালাম , হুম ঠিক বলেছেন ।Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
353886
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভারতে যখন ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি ও সংবাদপত্র সেন্সর করা শুরু করেন তখন পর্নো ম্যাগাজিন ডেবনেয়ার ক্লিয়ারেন্স এর জন্য গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা লিখে দেন যে পর্নগ্রাফি চলবে রাজনিতি নয়। বাংলাদেশেরও এই অবস্থা। যুবসমাজ অবক্ষয় এ ডুবে গেলেই স্বৈরশাসকদের সুবিধা হয়।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:১৪
293931
আব্দুল গাফফার লিখেছেন : সব স্বৈরশাসকই যুব সমাজকে দমিয়ে রাখতে চেষ্টা করেছে বিফল হলেও তাদের চেষ্টা এখনো অব্যাহত আছে । যুব সমাজকে নিয়ন্ত্রন করা না গেলে ধর্মের নামে অধর্ম, রাজনীতির নামে এক শ্রেণীর রাজনীতিকদের ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ হাসিল হবে না । সো যুব সমাজ ধ্বংস হোক । ধন্যবাদ নিন Good Luck Good Luck
353919
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৫৯
হতভাগা লিখেছেন : পর্ণ ইন্ডাস্ট্রী একটা বিশাল ইন্ডাস্ট্রী । এটাকে ঘিরে অনেকে জীবিকা নির্বাহ করছে ।

আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষন দূর্নিবার । বন্ধ ঘোষনা করলে আরও দশ জায়গা থেকে বের হবে ।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২৭
293932
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ বলেছেন ভাইয়া , নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষন দূর্নিবার বলেই তো এখনো এ পর্ণ ইন্ডাস্ট্রী টিকে আছে । বিশ্বব্যপি এই পর্ণ শিল্প নেতৃত দেওয়া হয় লস এঞ্জেলস ও ক্যালিওফোরনিয়া থেকে । বর্তমানে একটা হিসেবে দেখা গেছে যে, প্রায় ১০-১৩ মিলিয়ন ডলার এই খাত থেকে আয় করা হয়। এবং এর মধ্যে ৪-৫ মিলিয়ন ডলার হচ্ছে আইন সম্মত আয়। মোট ওয়েব সাইটের শতকরা ১২ ভাগই হচ্ছে পর্ন সাইট, এবং তারা বছরে ২.৪ মিলিয়ন ডলার আয় করছে।বন্ধ ঘোষনা করলেই সব সমাধান হয়ে যাবে তাইও নয় তবে এই অদৃশ্য ভাইরাস থেকে এখনি এই প্রজন্মকে রক্ষা করা না হলে । অদূর ভবিষ্যতে এটাই হবে জাতীয় সমস্যা । ধন্যবাদ শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া Good Luck Good Luck
354004
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:৩০
egypt12 লিখেছেন : যুবসমাজ যতই উচ্ছন্নে গেলে বদ শক্তির সুবিধা হয় তাই বদেরা চায়না যুবকরা ভালো কিছু শিখুক।
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩১
293933
আব্দুল গাফফার লিখেছেন : দেশের বিশাল এই গুষ্টিকে ঘায়িল করতে বিভিন্ন পন্থায় উঠেপড়ে লেগেছে । অনেক ক্ষেত্রে ওদের উদ্দশ্য সফল হয়েছে । ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
354015
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : পর্ন দেখার ফলে তাতক্ষণিক দৃশ্যমান কোনো ক্ষতি মনে না হলেও জেনারেশন টু জেনারেশন এক ধরনের সামাজিক অবক্ষয় ঘটে।
সহমত
হতভাগা লিখেছেন : পর্ণ ইন্ডাস্ট্রী একটা বিশাল ইন্ডাস্ট্রী । এটাকে ঘিরে অনেকে জীবিকা নির্বাহ করছে ।

আর নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষন দূর্নিবার । বন্ধ ঘোষনা করলে আরও দশ জায়গা থেকে বের হবে।
হতাভাগার কথা মিথ্যে নয়
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৪
293934
আব্দুল গাফফার লিখেছেন : সহমত পোষণ করায় অনেক ধন্যবাদ । হতভাগা ভাইয়ার সাথে আমিও একমত । Good Luck Good Luck Good Luck
354018
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
আবু জান্নাত লিখেছেন : সমাজ ও জাতির অবক্ষয় হোক, তাতে কি! গদি ঠিক থাকলেই হল। ডিজিটাল বলে একটা কথা আছে না!
১৪ ডিসেম্বর ২০১৫ রাত ১১:৩৮
293935
আব্দুল গাফফার লিখেছেন : সমাজে কোন নেতার বোন-স্ত্রীরা তো আর ধর্ষিতা হয় না, ধর্ষিতা হয় সাধারণ জনগণের মা-বোন-স্ত্রী। তাই ওদের মাথা ব্যথা কিসের ।ধন্যবাদ Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File