@@আমার বাবা@@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৭ নভেম্বর, ২০১৫, ০৩:৫০:১৭ রাত
উনি আমার বাবা
ছোট্ট থেকে আজ অবধি
আমার জন্য তার মায়া।
থাকেন যখন পাশে
ভিন্ন স্বাদের গল্প বলে
নিজে নিজেও হাসে।
এতিম বলে মাঝে মধ্য
কান্নাকাটি করে!
আমার মত তারও যদি
থাকত বাপ ঘরে।
কাজের ফাকে বাবা আমার
শোনাত গান
কি মায়াবী সুর
ছুঁয়ে যায় প্রাণ ।
আমায় নিয়ে বাবার স্বপ্ন খুব
কুরআন শিখে জীবন গড়ি
এতেই বাবার সুখ।
মাদ্রাসায় ঘুরে ঘুরে
হয়নি জানা লেশ
বিস্ময় বাবা এখন
কুরআনের হাফেজ।
এমন বাবা এধরায় কয়জনের জুটে
বাবা আমার প্রেরণা দুঃখের ও সুখে।
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশা আল্লাহ আপনি একজন কুরআন হাফিজের সন্তান!
অঃনিশ্বেষ দোআ ও শুভকামনা আপনাদের প্রতি, আপনার বাবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি!
আপনার বাবা দীর্ঘজীবি হোক, নেক হায়াত লাভ করুক। মা-শা আল্লাহ
মারে যখন থাবা,
ঘাম ঝরানো পরিশ্রমে
যুদ্ধ করেন বাবা।
হাঁটি হাঁটি পা পা
হোঁচট খেয়ে পরি,
হাত বাড়িয়ে দেন বাবা
যেন তাঁকে ধরি।
শৈশব অবুঝ শিশু ছিলাম,
ছিলাম হাবা-গোবা,
স্নেহের হাত মাথায় রেখে
পালেন পুষেন বাবা।
শরিরে যার বহন করি
জেনেটিক্যাল তথ্য,
তিনিই প্রথম শিক্ষা দিলেন
কোনটা মিথ্যা-সত্য।
সাত চক্করে আল্লাহ খুশি
তাহার ঘর কা'বা
জীবন চক্কর ঘিরে রাখেন
তিনি হলেন বাবা।
ধন্যবাদ
আল্লাহ উনার নেক হায়াত বাড়িয়ে দিন । আমীন ।
মন্তব্য করতে লগইন করুন