@@ও নানী ওনানী....@@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ অক্টোবর, ২০১৫, ০২:০২:০৩ রাত
ও নানী ও নানী ও নানী
তুমি ভুইলা গেছনি !
নানা আছে বইলা
তুমি ভুইলা গেছনি!
নানা যখন থাকব না
ভাইবা দেখছনি?
নানা যখন ছিলনা
ভাইবা দেখছনি!
এই বুক চিরে যদি
দেখানো যেত !
তুমি আমার ওগো
কতটা প্রিয়!
ভালবাসা দিতে নিতে
কাছে ডাকতে !
আনন্দময় হত এই ধরণী ।
সাদা কাপড় পড়ার আগে
আসো আমার ঘরে
ভালবাসা দিব তোমায়
সারা জীবন ভরে !
সব কিছুতে সুখে থাকবা
হইয়া রাজ-রানী ।
ও নানী ও নানী ও নানী ...
বিষয়: সাহিত্য
২১৭৮ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কানেও কিন্তু ঝুলছে
ঝুমকা সোনার দুল!
হাহা তাই!
হাতে চুরি,কানে দুল
কালো কেশে,খুপায় ফুল
হেলে-দুলে চলন-ফেলন
দেখেই আমার মাথা ফিট!
নানী আমি তোমাকে ভালবাসি
বন্ধুরা শুনে করে হাসা-হাসি
বন্ধুরা বলে করি নাকি পাগলামি!
কি এমন মায়ায় বেধেছ আমায়
দিনে-দিনে বাড়ে আরো মাতলামি ।
নানী আমার জোয়ান বুড়ি
যতই বলেন ভাই
এমন নানী কয়জনের
ভাগ্য থাকা চাই!
আমার নানী বুড়া হলেও
হাতে পড়েন চুরি
কালো কেশে খুপায় ফুল
হাসিতে নাই জুড়ি!
নানী যখন সাজতে গিয়ে
রঙ্গিন শাড়িটা পড়ে!
ঠৌট রাঙ্গিয়ে!কানের দুল
যখন নড়ে চড়ে!
এসব দেখে নানীর প্রেমে
গেলেম যে মজে!
নিজ বউকে কন্টলে
রাখতে পারেনা যে নানা
সে আবার কি করে
নাতির বউকে দেয় হানা!
মন্তব্য করতে লগইন করুন