@@বকাটে আফজাল @@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৩:১০ দুপুর
ছেলেদের একটা বয়স আসে, যে বয়সে ছেলেরা খুবি আবেগি হয় , জীবন সঙ্গীকে নিয়ে ভাবনা প্রবল হয় । অবিবাহিত কুমারী যাকেই দেখে তাকেই পছন্দ হয়, তার প্রেমে পড়তে চায় । আফজালও এরব্যতিক্রম নয় , সে যখন ক্লাস নাইনে ! ক্লাস সেভেন পড়ুয়া আফসানা মেয়ের প্রেমে হাবুডবু খেতে থাকে , যদিও উভয়ই নাবালক-নাবালিকা , ক্লাস মেট বন্ধুদের দিয়ে একবার আওয়াস দিতে চেষ্টা করেছে। ছাএ মুটামুটি যাই হোক পারিবারিক অসচ্ছলতায় সেই বছরই পড়া-শোনার ইতি দেয় ।
আফসানার বাড়ি স্কুলের পার্শ্ববর্তি গ্রামে , সেখান থেকে কখনো হেঁটে কখনো বাবা এসে স্কুলে দিয়ে যান , অধিকাংশ সময় তার বান্ধবীদের সাথেই যাওয়া আসা । আফসানা এবার ক্লাস লাইনে , আফজাল পড়া-শোনা ক্ষান্ত দেবার দু'বছর পর্যন্ত কম্পিউটার - মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে ,তাই আফসানা নির্দ্বিধায় পড়া-শোনা চালিয়ে যাচ্ছে । আফজাল সার্ভিসিং এর কাজ শিখে নিজ গ্রামে রাস্তার পাশে এক সার্ভিসিং দোকান খুলে ,ওই রাস্তা দিয়েই আফসানা কখনো একা আবার কখনো বান্ধবীদের সাথে যাওয়া আসা করে ।
হঠাৎ একদিন সুযোক বুঝে আফসানাকে তার অব্যাহত ভাল লাগার কথা জানায় এবং আফসানার প্রতি উত্তর জানতে চায় ।
আফসানা> দেখুন আপনি যে কথা গুলো বলছেন এগুলো আমি পছন্দ করিনা পরিবর্তীতে এই বেপারে চেষ্টা না করলে খুশি হব তা ছাড়া আমার আব্বু-আম্মার অবাধ্যে আমি কিছু করবো না , এর পরেও কিছু বলার থাকলে আমার আব্বু-আম্মুকে বলতে পারেন ।
আফজাল সব শুনার পরে আফসানার সাথে কথা না বাড়িয়ে বিদায় নেয় ।
সাপ্তাখানিক যেতে না যেতেই আফসানাকে দেখার জন্য রাত দশটায় আফজালের বাবা-মা আফসানাদের বাড়ি হাজীর হয় , সব কিছু শুনে আফসানার বাবা-মা , মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে তবে মেয়েকে এখন বিয়ে দিবনা , মেয়ে নাবালিকা ,কেবল ক্লাস নাইনে, আপনার ছেলেকে অন্যএ দেখেন , আফজালের বাবা-মা অজস্র আশ্বাসেও কাজ না হওয়ায় , বাড়ি চলে যান ।
আফজাল এত বড় অপমান কোন ভাবেই মেনে নিতে পাচ্ছেন না , ছেলে হিসাবে আমি কি খারাপ ? আমার কাছে বিয়ে না দিলে কোথায় বিয়ে দেয় দেখে ছাড়বো , এবং প্রতি নিয়ত আফসানার খোঁজ-খবর রাখে, সময় পেলে আফসানাদের বাড়ির কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকে , কখনো আগে আবার কখনো পিছে এভাবেই চলছে কয়েক মাস । আফসানার মামার বাড়ি আফজালদের বাড়ি বেশী দূরত না , আফজাল আফসানার নানাকে পটানোর চেষ্টা করে , বিভিন্ন ভাবে ।খুঁজ নিয়ে জানা গেছে তার বড় ভাই এখনো অবিবাহিত , বাবা-মার অবাধ্য সন্তান ।সুতুরাং তাতে সুফল না হয়ে এখন আফসানার নামে আজে-বাঝে , আফসানা তার সাথে সব সময় মোবাইলে কথা বলে , প্রতি নিয়ত বিভিন্ন লোকের মাধ্যমে আফসানার বাবা-মা কানে আসছে , আফসানার নানা আফজালের দায়িত্বশীলদের সাথে কথা বলেও কোন কাজ হচ্ছেনা । আফসানার বাবা-মার সময় কাটছে উদ্বিগ্ন উৎকণ্ঠায় । এমন পরিস্থিতিতে উল্লেখিত সমস্যা থেকে কিভাবে পরিএাণ পাওয়া যেতে পারে , আপনাদের সবার মূল্যবান পরামর্শ কামনা করছি ।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূযোগমত উপযুক্ত ছেলে দেখে বিবাহ দিলেই কার্য্য সিদ্ধি হবে বলে মনে হয়। ধন্যবাদ
এই সব নরপশুদের উচিত শিক্ষা দেয়া দরকার। পরামর্শ হলো মেয়েটির পারিবারিক আবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। পরিবারে উপযুক্ত বড় ভাই থাকলে তার বন্ধু বান্ধবদের সাথে নিয়ে সতর্ক করতে পারে।
তাতে কাজ না হলে আইনের আশ্রয় নেয়ায় ভালো হবে বলে মনে করি।
He wants her very badly
আর নাহয়, অইনের আশ্রয় নেয়া উচিৎ।
২। মেয়েকে কোন আত্মীয়ের বাসায় রাখা যেতে পারে।
৩। যত দ্রুত সম্ভব বিয়ে দেয়া যেতে পারে।
মন্তব্য করতে লগইন করুন