@@''''বিয়ের আগে ও পরে ''''@@
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০২ এপ্রিল, ২০১৫, ০১:১৫:৫৮ রাত
অনেক অজানা হবে জানা
বিয়েটিয়া করব কিনা
বিয়ার পরে ঝুটঝামেলার
কি আছে প্রয়োজন !
তবু যেন মানছেনা না মন
শেষের পথে সব আয়োজন
কি করি উপায় !
ধুর ,যা হবার তা হবে
বিয়া করব আগে
কয়জনে আজ সত্য বলে
মজা লয় সব তলে তলে
সোনা দানার দাম যে এখন
বিয়া না করলে করব কখন
বউকে আমি বাসব ভাল
হয় যদি বউ একটু কালো ।
@@@@@@
বিয়ার পরে ......
========
বউ আমার একখান
কথায় কথায় অভিমান
নিত্য চায় আদর
আমি এখন কাতর
বলো কি করি ?
বউ গলার দরি
যখন দেয় টান
হই অজ্ঞান
যদি সমাধান
থাকে করেন দান ।
বিষয়: সাহিত্য
১৪২৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাও করতে হবে ৷ ঝামেলার চেয়ে শান্তিই বেশি ৷ তাইতো চিরকুমার থাকে খুব কম সংখ্যক মানুষ ৷
আমি দুষ্ট,আমি পাজি!
বান্দর আরো কত কি!
বুঝবে ক্ষণে-ক্ষণে
দিন যে এখনো বাকি !
আমি কি তোমার ভাবীকে ডরাই !
ভাঙতে পারি লোহার কড়াই ! :
শিয়াল দিয়া ভাগ ধর!
তেলাপোকার উৎপাতে
বউ গেল সে সাজাতে.....
সে আসে হাতীতে চড়ে
পুরন চালে ভাত ভাড়ে....
ভাতে নাকি বেশী পেন
বউ কালি করে গ্যান গ্যান......
বিয়ে কর কর কর....
পান চিবিয়ে ঠোঁট লাল কর....
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন