"শূন্য হৃদয় "

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৩ মার্চ, ২০১৫, ০১:০৫:৫৯ রাত



শূন্য হৃদয় ,পুড়ছি সেই কাল থেকে

অজস্র স্বপ্ন ,ভেঙ্গে চুড়ে অবশেষ

দুঃখ গুলো পোষি হাসি মুখে !

জানি শূন্যতা,এ আমার নিয়তি

পূর্ণতায় হারানোর ভয়

তবুও যেন,ক্ষণে ক্ষণে প্রশ্ন

প্রভুত নয় এত নির্দয় ।

আমি না হয় পাবার মাঝে সুখ

নাইবা পেলাম চিরো মহা সুখ

হৃদয় পুড়ে ,তপ্ত জলে ,

অবশিষ্ট বাকি দুটো চোখ ।

দুটো চোখে স্বপ্ন দেখা, স্বপ্ন আঁকা

লক্ষি একটি বোন এসে ভাইয়া বলে

দিতো বকা ,চাইতো ফিতা ।

লক্ষি বোনের মায়াবী পরশে

বিদীর্ণ হৃদয়,পূর্ণ হত এক নিমেষে ।

বিষয়: সাহিত্য

১৯১০ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310572
২৩ মার্চ ২০১৫ রাত ০১:১২
আফরা লিখেছেন : কে বলেছে ভাইয়া আমি আপনার কি হই আমি আপনার ছোট বোন হই না ---
২৩ মার্চ ২০১৫ রাত ০২:১৭
251566
আব্দুল গাফফার লিখেছেন : ঐ সময় আপনার ভাইয়াদের ভুলবনা কথাটা আমাকে আনন্দঅশ্রুতে ভিজিয়েছে,সত্যিই আপনি অনেক ভাল,অবশ্যই আপনি আমার পিচ্চি বোন Love Struck Love Struck
২৩ মার্চ ২০১৫ রাত ০২:২৬
251570
আফরা লিখেছেন : ভাইয়া আপনারা ও অনেক ভাল । আমি সত্যি আপনাদের অনেক ভালবাসি হয়ত কখনো আপনাদের সাথে দেখা হবে না তবু আপনারা আমার হৃদয়ে থাকবেন চিরদিন আমার ভাইয়া হয়ে ।
310573
২৩ মার্চ ২০১৫ রাত ০১:১৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! বিশাল কষ্টের ব্যাপার। আমারো ছোটকাল থেকে দুঃখ আমার বড় বোন নেই। আল্লাহ যা দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন।
২৩ মার্চ ২০১৫ রাত ০২:১৯
251568
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া আমার ব্লগে এসে অতি মহান প্রাণ জুড়ানো মন্তব্যে আপনার অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য Good Luck Good Luck Good Luck
310586
২৩ মার্চ ২০১৫ রাত ০২:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার লাগলো! এই দেখুন না ব্লগে আপনার কত ভাই বোন!!

এবার একটু হাসুন!!!
২৩ মার্চ ২০১৫ রাত ০২:৪৩
251572
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাকুম আসসালাম প্রিয় আপুজি,আপনারা সত্যিই মহান আমার মত তুচ্ছ,ক্ষুদ্র,আনাড়ি একজনকে ভাইয়ের আসনে ঠাই দিয়েছেন । আল্লাহ আমাদের এই পবিএ বন্ধনকে ইহকালে পরকালের জন্য কবুল করুন ,আমীন Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
310612
২৩ মার্চ ২০১৫ সকাল ১১:২০
দ্য স্লেভ লিখেছেন : আমার বড় বোন এবং ছোট বোন দুটোই আছে,এখন ভাবছি কিভাবে এর ভেতর থেকে একটি দু:খ তৈরী করা যায়, মানুষের দু:খের অন্ত নেই Happy....আল্লাহ আপনার কল্যান করুক
২৩ মার্চ ২০১৫ রাত ১০:৫১
251680
আব্দুল গাফফার লিখেছেন : অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়,আপনার মূল্যবান উপস্থিতি প্রাণ জুড়ানো দোয়া পেয়ে খুব ভাল লাগছে । আপনার জন্যও অনেক দোয়া রইলো Good Luck Good Luck Good Luck Good Luck
310653
২৩ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
তবুও যেন,ক্ষণে ক্ষণে প্রশ্ন

প্রভুত নয় এত নির্দয় ।


কি চমৎকার উপলব্দি!!

আমার বোন পাঁচ জন। আমার বোন মানে তো আপনারও বোন, যদি আপনি মনে করেন তো! দুঃখ নিবেন না!
২৩ মার্চ ২০১৫ রাত ১১:০০
251681
আব্দুল গাফফার লিখেছেন : এই যে শ্রদ্ধেয় আপনাকে খুব মিস করছিলাম , আপনার মূল্যবান উপস্থিতি উদ্দীপ্তময় হৃদয় স্পর্শই প্রেরণাময় মন্তব্য সব সময় আমাকে উৎসাহিত অনুপ্রাণিত করে । শেষের দুটি লাইন আমাকে খুবি আনন্দিত করেছে,আপুদের জন্য অজস্র শুভকামনা রইলো । Good Luck Good Luck Good Luck
310864
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৬
হতভাগা লিখেছেন :
বি:দ্র আমার ছোট বোন বা ভাই নেই



ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট

দুটির বেশী কখনই নয় , একটি হলে ভাল হয়
২৫ মার্চ ২০১৫ রাত ০১:৪৭
251984
আব্দুল গাফফার লিখেছেন :
অনেক ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck Good Luck
311558
২৯ মার্চ ২০১৫ রাত ০৩:১৩
ধ্রুব নীল লিখেছেন : চমৎকার হয়েছে ভাই
৩০ মার্চ ২০১৫ রাত ১২:৫৫
252784
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে, অনেক দিন পর আমার ব্লগে দেখে ভীষণ ভাল লাগছে । ভাল থাকুন Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File