"শূন্য হৃদয় "
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৩ মার্চ, ২০১৫, ০১:০৫:৫৯ রাত
শূন্য হৃদয় ,পুড়ছি সেই কাল থেকে
অজস্র স্বপ্ন ,ভেঙ্গে চুড়ে অবশেষ
দুঃখ গুলো পোষি হাসি মুখে !
জানি শূন্যতা,এ আমার নিয়তি
পূর্ণতায় হারানোর ভয়
তবুও যেন,ক্ষণে ক্ষণে প্রশ্ন
প্রভুত নয় এত নির্দয় ।
আমি না হয় পাবার মাঝে সুখ
নাইবা পেলাম চিরো মহা সুখ
হৃদয় পুড়ে ,তপ্ত জলে ,
অবশিষ্ট বাকি দুটো চোখ ।
দুটো চোখে স্বপ্ন দেখা, স্বপ্ন আঁকা
লক্ষি একটি বোন এসে ভাইয়া বলে
দিতো বকা ,চাইতো ফিতা ।
লক্ষি বোনের মায়াবী পরশে
বিদীর্ণ হৃদয়,পূর্ণ হত এক নিমেষে ।
বিষয়: সাহিত্য
১৯১০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার একটু হাসুন!!!
কি চমৎকার উপলব্দি!!
আমার বোন পাঁচ জন। আমার বোন মানে তো আপনারও বোন, যদি আপনি মনে করেন তো! দুঃখ নিবেন না!
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট
দুটির বেশী কখনই নয় , একটি হলে ভাল হয়
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন