"বন্ধু হলাম "

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২২ মার্চ, ২০১৫, ০২:৪৫:৩১ রাত



হাসাহাসি কাশাকাশি 

চলবে এবার বারোমাসি 

যদি থাকো কথা রাখো 

আমরা তোমার হব সাথি

সাথি হবো দুঃখের দিনে 

তোমার সুখেই হবো সুখী:

আর কি বাকি? ভাবছ দেখি! 

এসো করি কোলাকুলি!

কাঁদছ কেনো?একটু শোনো

দেখতে তোমায় খুব মায়াবী। 

আপু পেলে,ভাইয়া পেলে,সাথে ছোট্ট বোন 

বন্ধু হলাম আপন ভেবে রাখিও শরণ ।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310387
২২ মার্চ ২০১৫ সকাল ০৫:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাশাআল্লাহ্‌।

কবিতের চিন্তা ভাবনার গভীরতা তলহীন সাগরের মত, যা গভীরতা সর্বসাধারণের থাকে না। কবিতা লিখতে পারা আমার কাছে খুব কঠিন কাজ মনে, আর সে কঠিন কাজটা যখন কেও খুব সুন্দর হৃদয়গ্রাহী করে সম্পাদন করে তখন নিজেকে অন্তত এই ক্ষেত্রে অনেক ক্ষুদ্র মনে হয়। মন কে বুঝাই, সবার মধ্যে সব গুনাগুন থাকে না, সুতরাং যার মধ্যে যা ভাল, তাতে প্রশংসা করা আমার দায়িত্ব অর্থাৎ প্রশংসার যোগ্য কাউকে প্রশংসাতো করতেই হবে।
২২ মার্চ ২০১৫ সকাল ১১:৫৬
251427
আব্দুল গাফফার লিখেছেন : গাজী ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের প্রতি মন্তব্য করার যোগ্যতা আমার নেই ।
শুধু বলবো,
তুমি সুন্দর,তুমি অনেক সুন্দর
চার চেয়েও সুন্দর তোমার ওই মনটাGood Luck Good Luck Good Luck অনেক শুভকামনা Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
310434
২২ মার্চ ২০১৫ দুপুর ১২:৫১
আফরা লিখেছেন : চমৎকার হয়েছে কবিতা ভাইয়া ।আমি আপনাদের কখনো ভুলব না ভাইয়া ।
২৩ মার্চ ২০১৫ রাত ১২:৪৪
251557
আব্দুল গাফফার লিখেছেন :


শূন্য হৃদয় ,পুড়ছি সেই কাল থেকে
অজস্র স্বপ্ন ,ভেঙ্গে চুড়ে অবশেষ
দুঃখ গুলো পোষি হাসি মুখে !

জানি শূন্যতা,এ আমার নিয়তি
পূর্ণতায় হারানোর ভয়
তবুও যেন,ক্ষণে ক্ষণে প্রশ্ন
প্রভু কেন এত নির্দয় ।

আমি না হয় পাবার মাঝে সুখ
নাইবা পেলাম চিরো মহা সুখ
হৃদয় পুড়ে ,তপ্ত জলে ,
অবশিষ্ট বাকি দুটো চোখ ।

দুটো চোখে স্বপ্ন দেখা, স্বপ্ন আঁকা
লক্ষি একটি বোন এসে ভাইয়া বলে
দিতো বকা ,চাইতো ফিতা ।
লক্ষি বোনের মায়াবী পরশে
বিদীর্ণ হৃদয় পূর্ণ হত এক নিমেষে ।

Broken Heart Broken Heart
310457
২২ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : খুবই সুন্দর লিখেছেন ভাইয়া! লিখতে থাকুন প্রতিনিয়ত আপনার মগজ গলানো লেখা আর আমাদের দিন আত্ম-প্রশান্তি! ভালো খাকুন সবসময়।
২২ মার্চ ২০১৫ রাত ১১:০৭
251544
আব্দুল গাফফার লিখেছেন : আপনার মূল্যবান উপস্থিতি এবং উজ্জীবিত করা মন্তব্যে হৃদয় ছুঁয়ে গেলে, আপনার জন্যও রইলো অজস্র সালাম,শুভকামনা Good Luck Good Luck
310495
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:২৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার কবিতাটি কাব্যিক ছন্দময়তার পাশাপাশি নিগুঢ় ভাব ভাবনা এবং শাব্দিক অনুপম নির্বাচন সবকিছুই হৃদয় ছুঁয়ে গেলো মাশাআল্লাহ্‌।
Cheer Cheer Cheer Cheer Rose Rose Rose

আপনার জন্য প্রাণভরা দোয়া ও শুভকামনা রইলো।
Rose Thumbs Up Thumbs Up Rose
২২ মার্চ ২০১৫ রাত ১১:০৩
251542
আব্দুল গাফফার লিখেছেন : বরাবরের মত মন্তব্যে উৎসাহব্যঞ্জক অতি সুন্দর প্রাণ জুড়ানো অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ সহ অজস্র শুভকামনা রইলো আপুজি Good Luck Good Luck Good Luck Good Luck
310866
২৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩১
হতভাগা লিখেছেন : অস্থির কবিতা হয়েছে
২৫ মার্চ ২০১৫ রাত ১২:৪৭
251977
আব্দুল গাফফার লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া,বরাবরের মতই আপনার মূল্যবান উপস্থিতি হৃদয় কাড়া জটিল জটিল মন্তব্য গুলো আমাকে খুবি আনন্দিত করে সাহস যোগায়। বিড়ি ব্লগে অনেকেই প্রিয়দের তালিকায় রয়েছেন তাদের ক্ষুরধার লেখনীর জন্য শুধু একজন বাদে! আর সে হচ্ছেন আপনি!আপনার স্পষ্টভাষী মন্তব্যের জন্য অনেক আগেই আপনার ভক্ত হয়ে গেছি ,প্রিয়দের তালিকায় রেখেছি । অনেক শুভকামনা রইলো আপনার জন্য Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File