"বাকপ্রবাসের ছবি বিড়ম্বনা "

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২১ মার্চ, ২০১৫, ০১:৪৭:১৮ দুপুর



ছবিকে নিয়ে ছড়া লেখার আর পেলেনা ক্ষণ

ভাবি কিন্তু আজ রেগেই ছিলেন ভাবনি তখন

হাজার বার মিস-কল দিয়ে ভাবি যখন ক্লান্ত

বাকপ্রবাস্কে বস মানানোর পেতাম যদি মন্ত্র

হোননো হয়ে খুঁজা-খুঁজি পাইনা সন্ধান

হটাৎ করে পড়লো মনে বিড়ি ব্লগের নাম ।

অবশেষে ভাবি এসে ব্লগে দিল উকি!

কে কখন! কি ভেবে,ভাবিকে বলে লুকি!

বাকপ্রবাসকে যেমন ভাবেন,আসলে তেমন নয়!

নিত্য সে ছড়া লেখে , ফোনেও কথা কয়!

যখন শুনে ফোনের কথা,ভাবির মাথাটাল !

সামনে পেলে দেখাবে মজা, তুলবে পিঠের ছাল!

এমন খবর বাকপ্রবাসের কানে যখন গেলো

লেখতে ছিল ছড়া, এমন কেন হলো ?

এখন উপায়! পালাই কোথায় নেই'ত অবশেষ

বোরকা একখান ঘরেই ছিলো পডেই নিরুদ্দেশ ।

বিষয়: বিবিধ

২০৯০ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

310231
২১ মার্চ ২০১৫ দুপুর ০১:৫১
আফরা লিখেছেন : ভাল তো ভাইয়া ! খুব খুশী লাগছে ,আমার একটা কমেন্ট থেকে এত মজার একটা ছড়া লিখে ফেললেন !

ধন্যবাদ ভাইয়া
২১ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৬
251267
আব্দুল গাফফার লিখেছেন :


বাকপ্রবাস অবশেষে যখন খেলেন ধরা
এমন কথা কে বলেছে!পিচ্ছি আফরা?
আফরা আমার ছোট্র বোন,বলছে তাতে কি
বাকপ্রবাস হাসি মুখে ,তাই'ত দেখছি
যে যাই বলুক শুনো উমামার মা
এখন থেকে তোমাকে ছাড়া ছড়া লেখবনা
ভাবি হতে মুক্তি পেয়ে ছুটছে দিক-বেদিক
যার জন্য তার এমন হলো ,দিচ্ছে তাকে ধিক
<:-P <:-P <:-P <:-P Rolling on the Floor Rolling on the Floor
310232
২১ মার্চ ২০১৫ দুপুর ০২:০৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হাহাহা।

বাকপ্রবাস ভাই কৈ পালালেন আর নেইকো খোঁজ,
অবশেষে পাওয়া গেল,ভাবিকে ছাড়া খাচ্ছে বনভোজ।


২১ মার্চ ২০১৫ দুপুর ০২:৫৯
251268
আব্দুল গাফফার লিখেছেন :


ভাবি আসছে তেড়ে বাকপ্রবাস দিলো ছুট
চলতে গিয়ে আঁচাড় খেয়ে, মাথায় পেলো চুট
কপাল পুড়া খেলাম ধরা দিন-দুপুরে ওই
আর যাবনা বনভোজে, যতদিন বেচেরই Rolling on the Floor Rolling on the Floor ধন্যবাদ প্রিয় ওহিদুল ভাইয়া ছন্দে ছন্দে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য Good Luck Good Luck
310239
২১ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৯
বাকপ্রবাস লিখেছেন :
২১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৭
251273
গাজী সালাউদ্দিন লিখেছেন : হাসি মুখে তেড়ে এসে করলে ঝাড়ু পিঠা, হাজার ঝাটা খাইতে মজা দেখলে মুখটা হাসি মাখা!
২২ মার্চ ২০১৫ রাত ০২:৩৪
251375
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঝড়া পেটা করতে হবে এমনতো কথা ছিলো না। @বাকপ্রবাস

গাজী.....এটা কি কইলেন? ঝাটার বারি খাবেন হাসি মুখে দিলে ছিঃছিঃ খাবার জন্য আর জিনিস পেলেন না!
২২ মার্চ ২০১৫ রাত ০২:৫২
251383
বাকপ্রবাস লিখেছেন : আরে ধ্যুর মারবেনাতো এমনি ভয় দেখাচ্ছে
২২ মার্চ ২০১৫ রাত ০২:৫৬
251385
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঝাড়ু দেখালেও মারার চেয়ে কম হয়না! দেখুন লেখক আপনার ঝাড়ু মন্তব্যের জবাব দেয়নি ভয়ে....!
২২ মার্চ ২০১৫ রাত ০৩:১৩
251390
আব্দুল গাফফার লিখেছেন :

ঝাটা হাতে হাসি মুখে
ভাবী একখান
হাসি মুখটা দেখেই
গাজীর জুড়িয়ে গেল প্রাণ
Tongue Tongue


310247
২১ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
যখন শুনে ফোনের কথা,ভাবির মাথাটাল !

সামনে পেলে দেখাবে মজা, তুলবে পিঠের ছাল!


এমন ছড়া পড়লে হাসি না এসে পারে না! অনেক ক্ষণ হাসলাম। ব্যাপক বিনোদন। আপনারা পারেনও বটে।
২১ মার্চ ২০১৫ রাত ১১:২৩
251345
আব্দুল গাফফার লিখেছেন :


হাসা-হাসি কাশা-কাশি
চলবে এবার বারো মাসি
যদি থাকো কথা রাখো
আমরা তোমার হব সাথী
সাথী হবো দুঃখের দিনে
তোমার সুখেই হবো সুখী:
আর কি বাকি? ভাবছ দেখি!
আসো করি কোলাকলি!
কাঁদছ কেন?একটু শুনো
দেখতে তোমায় খুব মায়াবী।
আপা পেলে,ভাইয়া পেলে,সাথে ছোট্র বোন
বন্ধু হলাম আপন ভেবে রাখিও শরণ । Good Luck Good Luck
310250
২১ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হাসি খুশি ভরা এই টুডে ব্লগখানা
মজার মজার ছড়া পড়ে হাসতে নেই'কো মানা!
এসো এসো সবাই মিলে মজার ছড়া পড়ি
গদ্য পদ্য কাব্য কথায় দেই এই ব্লগে ছড়ি!
ভালো লাগলো ভাইয়া!
২২ মার্চ ২০১৫ রাত ১২:০৯
251351
আব্দুল গাফফার লিখেছেন : অসাধারণ আপা,ছোট্র ভাইয়ার ব্লগ নীড়ে এসে আপ্যায়নের নেই দূরঝাপ,তবু ভাইয়ার ঘরটাকে কবিতা , ছন্দে মাতিয়ে গেলেন। সত্যিই আপনাদের ভালবাসার তুলনা হয় । Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
310366
২২ মার্চ ২০১৫ রাত ০২:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাকপ্রবাস কিন্ত ঝাড়ু হাতে নিয়ে আপনাকে খোঁজছে আমরা বাধা দিতে চেয়েছি দেখা যাক কি করতে পারি....।
২২ মার্চ ২০১৫ রাত ০২:৫৩
251384
বাকপ্রবাস লিখেছেন : আমি না, আমি না
কবিতা পড়ে ঝাড়ু হাতে
কন্যার মা
২২ মার্চ ২০১৫ রাত ০৩:০১
251386
আব্দুল গাফফার লিখেছেন : বাকপ্রবাসের মত ঘরেত আর বোরকা নাই যে বোরকা পড়ে পালাবো ,গাজী ভাই আমার সাথেই আছেন দেখা যাক বাকপ্রবাস ভাই কোথাকার পানি কোথায় গড়ায় Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
310497
২২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার কবিতাটি পড়ে ভীষণ মজা পেলাম।

অসাধারণ লাগলো। লিখতে থাকুন প্রাণ খুলে ভাইয়া।

জাজাকাল্লাহু খাইর।
২২ মার্চ ২০১৫ রাত ১০:৪৪
251539
আব্দুল গাফফার লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম প্রিয় আপুজি ,আপনাদের ভাল লাগায় আমার স্বার্থকতা, আপনার সুন্দর মহান মন্তব্য গুলো আমাকে ভাল কিছু লেখতে সর্বদায় অনুপ্রাণিত করে । অনেক ধন্যবাদ আপুজি Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File