একাত্তরের কালো রাত

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:৪৬:৩৮ রাত



একাত্তরের কালো রাতে

ছুটল গুলি তাদের হাতে

আমরা তখন দূর সাহসে

গড়ি প্রতিরোধ !

রণাঙ্গনে লড়াই করে

নেই প্রতিশোধ !

সেই যুদ্ধে বীর বাঙ্গালীর /বীর ছেলেরা

অস্র নিয়ে যুদ্ধ করে

সেই যুদ্ধে অগণিত /মানুষ মরে !

তাঁরা বুকের তাজা রক্ত দিয়ে /পথকে রাঙ্গায়

নিন্দা করা মানুষ গুলোর/সুপ্ত ভাঙ্গায়

সেই যুদ্ধে বীর বাঙ্গালীর /বীর ছেলেরা

নতুন করে শপথ করে

স্বাধীনতার সূর্যটাকাতে ছিনিয়ে /আনবে ঘরে

তখন আকাশ ভেটে উঠবে ধ্বনি !

জয় বাঙ্গালীর জয় !

একাত্তরের স্বাধীনতায় জীবন দিলো যারা

নেই কো তাঁদের ক্ষয় । ।

বিষয়: সাহিত্য

৯৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294691
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০০
আফরা লিখেছেন : কবিতা তো ভাল লাগল কিন্তু আমি তো যুদ্ধ দেখি নাই এবার একটা যুদ্ধ দেখতে চাই বর্তমান সরকারের বিরুদ্ধে ।

ধন্যবাদ ভাইয়া ।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪৮
238510
আব্দুল গাফফার লিখেছেন : যুদ্ধ দূর থেকে কি দেখবেন ? সরাসরি অংশ গ্রহণ করেন এই ছাড়া বিকল্প কিছু দেখছিনা । জালিম সরকার নিপাত যাক
বাংলার মানুষ মুক্তি পাক ।
অনেক ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck Good Luck
294838
১৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৫৮
হতভাগা লিখেছেন : জ....................য় বাংলা
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫২
238511
আব্দুল গাফফার লিখেছেন : মুকুট পরা সহজ কিন্তু মুকুট ত্যাগ করা আরো কঠিন। সত্যি সত্যি বাংলার মানুষের জয় হক । আপনাকে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় হতভাগা ভাইয়া । Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File