আমি কবিতা লেখব না
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৮ নভেম্বর, ২০১৪, ০৩:৫৪:৫৭ রাত
আমি কবিতা লেখব না,
আমি গান লেখব না
আমি তোমাকে ভেবে ,
স্বপ্নও দেখব না
তোমার মাঝে শুধুই তুমি,
আমার মাঝে শুধুই আমি
আজ থেকে এতটুকুই ব্যবধান !
আমি তোমার ওই হাসিটাকে ঘৃণা করি
আমি তোমার ওই মনটাকে ঘৃণা করি
আর কত !
কাঁদব বলো তোমার ছলনায় !
তুমি ভেবেছ ,
তোমার জীবনের হয়েছি কাটা
মনের অজান্তে
হতবা কোন দিন তোমাকে দিয়েছি ব্যথা
তুমি চেয়েছ অগাধ সুখি হতে ,
মূল্যহীন এই ভালবাসা !
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতার ছন্দময়তায় আর জীবনের স্বপ্ন কে ফুটিয়ে তুলবো না!
চাওয়া-পাওয়ার হিসেব মিলাতে আর বসবোও না!
প্রতিশোধের বহ্নিশিখা জ্বালিয়ে খুঁজবো তোমায়!
যেখানেই থাক তুমি!নিঃশেষ করবো তোমায়!
যেখানেই থাক তুমি!নিঃশেষ করবো তোমায়।
ভাইজান সাবধান তাকে নিঃশেষ করতে যেন নিজেই না নিঃশেষ হয়ে যান । অনেক শুভকামনা
নিজে নিঃশেষ হতে হতেই তো প্রতিশোধের এমন বহ্নিশিখা ভাই!
আহারে! :
প্রেম কেন জন্ম হয়
প্রেমে কেন পুড়ে হৃদয়
প্রেমে কেন এত ছলনা
প্রেমে কেন এত অভিনয়
আমি কিছুই বুঝিনা!
আমি কিছি জানিনা !
আসল প্রেম আরে কয় ?
আমি যার পড়েছি প্রেমে
মেয়েটির আর কেউ না
তোমার ভাবী আমার ইয়ে
নামটি তার শান্তনা
সকাল-বিকাল রাএ অবধি
দিয়ে যায় যন্তনা
ইদানিং সে বলে বেড়ায়
আমি নাকি স্বার্থ পর
কবিতা ছড়া লেখতে মানা
আমি বলে তার কেউ নয় ।
আর কোন প্রশ্ন করলে আমি কিন্তু কেঁদে দিব
হ্যারি টাইপিং মিস্টেকের জন্য আপনার একটি মন্তব্য ডিলেট হয়েছে এর জন্য খুবি দুঃখিত । প্লিজ
সত্যিই যাকে নিয়ে লেখেছি
তাকে আর লেখিনা
লেখতে হবে তবুও,কারণ
লেখা আমার প্রেরণা ।
আপনার মন্তব্য পড়ে চোখে জল এসে গেল
আসলে কি বলবো শুধু দোয়া চাই
বলব আমি তোমায়,
মনের মাঝে দিবা নিশি ব্যথার,
ব্যথি ঘুমায়।
কেউ কখনো বুঝেনা তা,
যায়না তারে দেখা,
দুঃখের সাগর ভাগ্যে তাহার,
হয়ত ছিল লেখা।
মুখ খুলে সে বলে না তার,
ব্যথার গল্প গাথাঁ,
একাই শুধু ভাবে তাহার,
ভুলের গোপন কথা।
যৌবন গেল জীবন যায় আজ,
হয়না তারে চেনা,
চায় বলিতে দুঃখ গাথাঁ,
মন যে করে মানা।
****************
অনেক ভালো লাগলো কবিতাটি...
রিপোর্ট করুন
ভালো লাগ্লো...
লিখে যান।
অল্প বয়স তো একটু অভিমানী হবেই । এসে ঘুরে যান ।
মন্তব্য করতে লগইন করুন