লাল টুকটুকে একটি মেয়ে
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৬ নভেম্বর, ২০১৪, ০৩:২৭:০১ দুপুর
ছোট্ট বেলায় লাল টুকটুকে একটি মেয়ে
আমার মন ছুয়ে যায় ।
সেই দিন থেকে আজ অবধি ,
তাকে ভুলিতে পারি নাই
এ কেমন ভালবাসা , এ কেমন ভাল লাগা
যত ভুলিতে চাই তারে তত আরও মনে পড়ে যায় ।
জীবনে চলার পথে কত কিছু হয়ে যায়
পাওয়া না পাওয়ার বেদনায়
হাজারো পাবার মাঝে ,না পাবার দুঃখ তবু
তাকে যদি হারায় ।
আমি তাকে ভালবাসি , তাকে ভেবে কাঁদে আঁখি
সেত বুঝেনা ।
সে থাকে দূরে দূরে আমাকে পর ভেবে
ভালোবেসে কেন এত যন্ত্রণা ।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার চোখে চোখ পড়েছে যখনি
সেই দিন থেকে আমার মাঝে নেই আমি
এলোমেলো সব কিছু মনে হয়
তুমি ছাড়া এই পৃথিবী মরুভূমি
আমি কবিতা লেখব না! আমি গান লেখব না
আমি তোমার প্রানে চেয়ে স্বপ্নও দেখব না
তোমার মাঝে তুমি ! আমার মাঝে আমি
আজ থেকে এতটুকুই ব্যবধান !
কবিতা অকেন ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
হাসতে হাসতে কাঁদলাম
আমার নামটা যেন এমন না হয়
হ্যারি আর আফরাকে লাগছে ভয়
প্লিজ হবেন না নির্দয় !
সুন্দর লিখেছেন। শুভকামনা রইলো কবি!
মন্তব্য করতে লগইন করুন