মরুর বুকে জেগে উঠা একটি প্রাণ
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৬ নভেম্বর, ২০১৪, ০২:০৮:১৯ রাত
মরুর বুকে জেগে উঠা একটি প্রাণ , যেদিকে চোখ যায় ধুধু মরুভূমি । আমাদের দেশের কথা ভাবলে একদমই উল্ট । নেই দখলদারী নেই মসা-মাছির উদ্রব, এখানে আসলে সব কিছুই কল্পনায় মনে হবে ! প্রথম যখন প্রবাসে আসি সেই সময় আমারও এমনি মনে হয়েছিল । তেমন কোন বাড়ি-ঘর চোখে পড়ছে না যাচ্ছিত যাচ্ছি । রাস্তার পাশে কিছু কিছু গাড়ি পার্ককিং করে রেখেছে, ভাবলাম আমাদের দেশের মত এদেশে বড় বড় দালানও চোখে পড়ছে না এরা আবার ধনি হয় কি করে ?কেন মানুষ এদেশে আসার জন্য পাগল প্রায় ।
দীর্ঘ প্রবাস জীবনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে কাজ করতে হয়েছে । কৃষক ঘরে জন্ম তাই কৃষী কাজের প্রতি টান সব সময়ই ছিল , প্রবাসে আরো প্রকট । সময় সুযোগ পেলেই সবজির বাগান করতে ঝাপিয়ে পড়তাম । কম্পানির কাজে স্বাধীনতা ছিল তবে দীর্ঘ দিন এক জায়গায় থাকতে না পারায় , আমার স্বপ্ন কিছুটা বাস্তবায়ন হয়নি ।
কয়েক মাস আগে পুনরায় বদলি হয়ে চলে আসি ,আমার হাতে গড়া কবুতরের খামার , টমেটোর মরিচ লাউ এর বাগান ছেড়ে । কবুতরের কষ্টটা এখন আর অনুভব করিনা । কারণ এখানে কবুতর পালনের সু্যোগ -সুবিধা বেশি একটু পানি দিলেই হয় । যখন যা মনে চায় ধরি আর খাই । আমার এখানে কবিতরের সংখ্যা প্রায় ৫০০ জোড়া ।
হা যেটা বলতে চাচ্ছিলাম । রান্না ঘরের পিছনে কয়েক সপ্তাহেও যাওয়া হয়নি ,কয়েক বছরের ময়লা -আবর্জনার তুপ পড়ে আছে । আজ সকালে হঠাৎ করে মনে হলো পিছন থেকে ঘুরে আসি । যেয়ে দেখি ময়লা -আবর্জনার উপর দিয়ে সবুজ লতা-পাতায় ছেয়ে গেছে । ভাবলাম সবজি বাগান করার স্বপ্নটা সত্য হতে যাচ্ছে । ময়লা সাব করতে লাগলাম এর মাঝে দুষমুন ইঁদুরের দেখা মিললো ।তার পর দেখা পেলাম আমাদের দেশে বিলুপ্ত হতে যাওয়া গুই সাপের , একটি অতি ছোট আরেকটি একটু বড় আরেকটা মাঝারি । এই দেশে এরা নাকি সানড়া বলে । অনেকেই খায় ।
চাইলে মারতে পারতাম কিন্তু মারলাম না এই ভেবে , এবার যখন দেশে গেলাম আমাদের পুকুরে বিরাট বড় গুই সাপ ছিল । একদিন দেখি আমার খাটের নিচে! দেখেত ভয় পেয়ে গেলাম । মাকে বলতেই মা বললেন একে নাকি লালন-পালন করেন । আরেক দিন দেখি হাস-মুরগির খুরকির ভিতরে বসে আছে , লাঠি নিয়ে মারতে গেলাম কিন্তু আমাকে ভয় পায়না । মাকে বললাম মা গুইসাপ আমাদের মুরগির বাচ্চা খেয়ে ফেলবেত ! খায়ই মাঝে মাঝে মার কথা গুইসাপ থাকলে সাপ থাকেনা ।
ও বলতে ভুলেই গেছি ! লতাপাতা গুলো এদিক-সেদিক করে দেখতেই চোখে পড়লো এই দুটি ফল ।
ক্ষেতে খুবি মিষ্টি একটি ফল । আমাদের দেশে একে কি বলে জানি না তবে এখানে এটাকে সামমাম বলে ।ও আর একটি কথা বলে শেষ করি আমার আদরের কুকুরটি বাচ্চা দিয়েছে ।
সারা রাএ চেঁচামেচির শব্দে ঘুম ভেঙ্গে যায় ।
বলতে গেলে একটা সংসার করতে যা লাগে সবি আমার আছে । বউকে মাঝে মধ্য এসব দেখিয়ে অনুপ্রেরণা দেবার চেষ্টা করি । বউ সব শুনে বলে আমাকে তোমার ওখানে নিয়ে যাও । এখন কই যাই! যাই হোক , মরুর বুকে জেগে উঠা কয়েকটি প্রাণীর অস্তিত পেয়ে খুবি অবাগ হই ।
বিষয়: বিবিধ
৩০৬৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
------------
জাজাকাল্লাহ।
কবুতর খেতে আমিও পছন্দ করি ভাই।
আর যে প্রানি টার কথা বলেছেন এটা ঠিক গুইসাপ বোধ হয় না। এটা হালাল প্রানি।
আফরামনি ভয় পেয়েছে
সাপের কথা শুনে
ব্লগ পাডায় ঝড় উঠেছে
হাসছে জনে জনে
লজ্জায় আফরামনি
তবুও হেসে বলে
সাপকে ভয় করেনা
আছে কোন জনে ?
তাই'ত! তাই'ত
আফরামনিই ঠিক
এই না শুনে আফরামনি
হাসলো খিক খিক
ধন্যবাদ।
কইবো কথা বাসর রাতে
তুমি আমি এক সাথে
তুমি পাশে আমি কাছে
লুকিয়ে যেন কে হাসে
বুকে দুরু দুরু
হলনা তাই শুরু ।
অন্য এক রাতের
এমন ঘটনায় ঘটে
বউ বলে রেগে
বড় বেঈমান
ভালবেসে বিয়ে শেষে
পাইনা কোন দাম !
তোমার বাসর নিয়ে
তুমি থাক! আমি চললাম !!
মজা করলাম ডোন্ট মাইন্ড Big Grin
প্রবাসে থেকে থেকে মনটা যে কত রঙ ধারন করে তা ব্লগে প্রকাশ করে মনকে হালকা করুন!
তবুও থাকতে হয়
কারন,জীবন মানে যুদ্ধ করা
মনে নিয়ে এ প্রত্যয় ।
আমার ব্লগে এসে সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে । ভাল থাকবেন সবসময়
মন্তব্য করতে লগইন করুন