ইহুদি রাষ্ট্র ইসরাইল সম্পর্কে কিছু অজানা তথ্য ।

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৩ জুলাই, ২০১৪, ০৩:৫২:৫৩ রাত



আমার মাথায় আসেনা মধ্যপ্রাচ্যের এতগুলো দেশের পেটের মধ্য থেকেও পরগাছা ইসরাইল যা ইচ্ছা তাই করে যাচ্ছে । আসুন জেনে নেই ইহুদি রাষ্ট্র ইসরাইল সম্পর্কে কিছু অজানা তথ্য ।

১ >বিশ্বের অনেক দেশ তাদের উন্নয়ন ও আধুনিকতার কারণে সারা পৃথিবীতে পরিচিত তবে ইসরাইল এমন একটি দেশ যে দেশটি বিশ্বে হত্যাযজ্ঞের কারণে পরিচিত।

2>মুসলমানরা বিশ্বের রাষ্ট্রগুলোর মধ্যে ইসরাইল রাষ্ট্রকে সবচেয়ে বেশী ঘৃণা করে থাকে।কারণ এই রাষ্ট্র জন্মের পর কয়েক দশকে কয়েক হাজার মুসলিম নর-নারীকে হত্যা করেছে । তবে ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি ছিল মিশর।

৩> মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে ইসরাইল বাহিনী।

৪> ইসরাইলের রাজধানীর নাম জেরুজালেম।

5>ইসরাইলের রাষ্ট্রীয় ভাষা হিব্রু ও আরবি।

6>আয়তন ২০ হাজার বর্গ কিলোমিটার।

৭> এরা অধিকাংশয় জনগোষ্ঠীই ইহুদী ধর্মাবলম্বী।

৮< ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বালফোর ইহুদীবাদীদেরকে লেখা এক পত্রে ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ঘোষণা করেন।

৯> ইহুদীরা ফিলিস্তিন আসা শুরু করলে ১৯০৫ থেকে ১৯১৪ সালের মধ্যে ।

১০>১৯১৮ সালে ব্রিটেনের সহযোগিতায় ইসরাইলের গুপ্ত ইহুদী বাহিনী “হাগানাহ” গঠিত হয়।এ বাহিনী ইহুদীবাদীদের অবৈধ রাষ্ট্র তৈরির কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে।

১১> মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসকে কেন্দ্র করে ফিলিস্তিন ভূখণ্ডটি একটি স্বাধীন ও একচ্ছত্র মুসলমানদের এলাকা হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনী ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করা সংক্রান্ত ১৮১ নম্বর প্রস্তাব গৃহীত হয়।

১২> প্রস্তাব অনুসারে জাতিসংঘ মুসলমানদের প্রাণের মাতৃভূমির মাত্র ৪৫ শতাংশ ফিলিস্তিনীদের প্রদান করে এবং বাকি ৫৫ শতাংশ ভূমি জোর করে ইহুদীবাদীদের হাতে ছেড়ে দেয়।

১৩> ১৯৪৮ সালের ১৪ মে ইসরায়েলকে জাতিসংঘ ব্রিটেন থেকে স্বাধীনতা প্রদান করে।

১৪> ইসরাইলের বর্তমান জনসংখ্যা ৭৪ লক্ষ ৬৫ হাজার।

যা বাংলাদেশের জনসংখ্যা ও আয়তনের দিক দিয়েও কয়েক গুন কম ।

বিষয়: বিবিধ

৩৯৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290407
০২ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:০০
ওরিয়ন ১ লিখেছেন : আমার বস ইহুদী। এত ধূর্ত লোক আমি আমার জীবনে খুব দেখছি। তবে ও ইসরালী ইহূদী না, আফ্রিকান ইহূদী।
০২ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৯
234272
আব্দুল গাফফার লিখেছেন : মন্তব্যে আপনার সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য ,অনেক ধন্যবাদ
340562
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:০৪

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File