এরি নাম বালের নির্বাচন

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০১ এপ্রিল, ২০১৪, ০১:১৪:১৮ রাত



সোমবার ৩৪ জেলার ৭৩টি উপজেলা পরিষদের (পঞ্চম পর্ব ) ছিল নির্বাচন হয়েও গেছে ফলাফল প্রকাশ পেয়েছে অনেক জায়গার। কি ফল হল! যা হবার তাই হয়েছে কেন্দ্র দখল , জাল ভোট কি ছিলনা ? ক্ষমতাশীনরা হিংস্র পশুর ন্যায় কত কামড়া কামড়ীইনা করলো । আজ আমাদের জামাল পুরের মাদার গঞ্জ উপজেলায় নির্বাচন হয়ে গেল । এখানে বিহত দুই -দলের লড়াই ছিল চোখে পড়ার মত আওমীলীগ থেকে একজন সাবেগ চেয়ারম্যান মো বেলাল আনারস আর বিএমপি থেকে ফাইজুর ইসলাম লাঞ্জু মটর সাইকেল । কয়েক দিন আগে থেকেই খোজ-খবর রাখতে ছিলাম আমাদের উপজেলায় কে আসতে পারে । আমার বড় ভাই খাঁটি আওমীলীগ করেন সেই অনেক দিন থেকে, তার কাছেই জানতে চেয়েছিলাম কি আসেবিষয় উনার কথায় বিএমপি ভাল পজিশনে থাকলেও লাভ নেই ! কারণ ? আরে বুঝনা আওমীলীগ ক্ষমতায় যেমন করেই হক আওমীলীগ এর প্রার্থী জয়ী করবে । আজ অনেক চিন্তিত উৎকণ্ঠার মাঝেই সকালে ১০,৫০ বাংলাদেশ সময় ফোন দিলাম কি বেপার নির্বাচনে ভোট কেমন হচ্ছে ? উনি যা বললেন তা আর কি বলব এটা আগেও ধারণা করনি কারণ আমার জীবনে একাধিক বার নির্বাচন দেখেছি আজ তার সব সংজ্ঞাই উলটে গেছে । ভোটার সংখ্যা ৪২০০ হাজার ৬টি বুদ এ ভোট হচ্ছে । কত কাস্ট হয়েছে এই যাবত ? বললেন ৩৫০০ ভোট আওমীলীগ প্রার্থী ৫০০ ভোট বিএমপি আপসের মাধ্যমেই ৫ বুদ ছেড়ে দিছে । বললাম এমন হল কেন ? না হয়ে উপায় নাই সকালে বিএমপি জামাত পন্থিদের ধাওয়া দেওয়া হয়েছে । আব্বা -আম্মা ভোট দিতে আসে নাই ? না । কেন ?

প্রয়োজন নাই ভিতরে লোক আছে উনার দিয়ে দিচ্ছে ।

আচ্ছা কে কয়টা জাল ভোট দিলেন ?

উনি যা দিয়েছেন তাই বললেন আবার মন্ত্রী কেও জানিয়েছেন কে কয়টা জাল ভোট দিয়েছেন । বিকালে আবার ফোন দেই কি খবর ?

বললেন আওমীলীগ পন্থি বেলাল আনারস ৩৮০২ টা ভোট আর মটর সাইকেল ৮৭ টা ভোট ।

বললাম এমন হল কেন ?

কিছু ভোট পচানো হয়েছে আর ১০০ মত ভোট বিএমপি কে না দিলে না হয় তাই ৮৭ ভোট দেখানো হয়েছে ।

আচ্ছা সব জায়গায় একি অবস্থা ভাবে বুঝলাম তাই ।

আচ্ছা বেলালকে নির্বাচিত করার জন্য আওমীলীগ মরিয়া হয়েছে কেন ?

আরে বিষয় ত এটানা বিষয় হল মন্ত্রীর এলাকা ,না পাশ করলে বেপার-সেপার আছে না ।

আচ্ছা উনাকে চিনেছেন কেউ ?

উনি ৫ জানুয়ারি বিনা ভোটে নির্বাচিত সাবেক হুইব মির্জা আজম আর শায়েক আব্দুর রহমান ওরফে বাংলা ভাই উনার ভগ্নি প্রতি , এবার হাসিনা তাকে পাট ও বস্র প্রতি মন্ত্রী দায়িত্ব দিয়েছেন । শেখ হাসিনার নজর কেড়ে পূর্ণ মন্ত্রী হবার বাসনা জেগেছে ।

উনার বাড়ি আমার বাড়ি ১ কিলোমিটার চেয়েও কম । আমি বুঝমান হবার পর থেকে উপজেলায় কারেন্ট দেখি উপজেলার কারেন্টে আমাদের বাড়ি আলোকিত হত, আজ প্রায় ২০ বছর শেষ হবার পথে আমাদের এলাকায় কারেন্ট নাই কাচা রাস্তা এখনো আগের মতই আছে অতছ উনি আমাদের মাদার গঞ্জ মেলান্দ থেকে এর আগে ৩ বার নির্বাচিত হয়েছেন । এবার নির্বাচনী হলক নামায় সমালিচিত অনেকের মধ্য উনি একজন উনার পিতা মরহুম মির্জা আবুল কাশেম উনাকে ৭১ ভুমিকা নিয়ে অনলাইনেও রাজাকার বলে লেখালেখি হয়েছে । আমি এবার দেশে যেয়ে খোজ নিয়েছি আসলে উনি রাজাকার না নির্ভর যোগ্য সুএে জানতে পারি । অবহিলিত বঞ্চনা লোক গুলো তাদের ভোটাধিকার প্রদান করতে পারেনি আবছুস । তবে আল্লার অশেষ রহমতে আওমীলীগ হায়ানাদের আক্রমণে কেউ নিহত হয়নি ।

তাই বলছি আর কত দিন এদের কাছে দেশের মানুষ জিম্মি হয়ে থাকবে ।

বিষয়: রাজনীতি

২১৪৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201069
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:৩১
টাংসু ফকীর লিখেছেন : গাফফার ভাই আজম হইল গিয়া রাজাকারের বাচ্চা, তাই শেখ হাসিনা ওরে মন্ত্রী বানাইছে আর কারেন্ট দিব কই থাইক্যা? কারেন্টত আজমের গুয়ার মধ্যে ভইরা থইছে।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:০৯
151453
আব্দুল গাফফার লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ Good Luck Good Luck
201080
০১ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৮
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আজিব কিছিমের ভোট। ডিজিটাল কাকে বলে।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:১৮
151456
আব্দুল গাফফার লিখেছেন : গত কাল আমার শুশুরে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কি বাবা আপনাদের ভোট নাকি কাঞ্জা হয়ছে ? উনার কথা যা জানতে পারলাম , প্রশাসনের কারসাজীতে এই কান্ড গুলো আওমীলীগ করতে পেরেছে । জানিনা জাতি কবে এদের জিম্মি সালা থেকে মুক্তি পাবে । আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া । Good Luck Good Luck
201090
০১ এপ্রিল ২০১৪ রাত ০৩:১৭
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:১৯
151458
আব্দুল গাফফার লিখেছেন : আমিত কিছু দেখি না Rolling on the Floor Rolling on the Floor আপনাকে অনেক ধন্যবাদ Good Luck Good Luck
201115
০১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৩
প্যারিস থেকে আমি লিখেছেন :
কি সমৎকার দেখা গেলো
বালের নির্বাচন হলো।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২২
151460
আব্দুল গাফফার লিখেছেন : বাল কিন্তু সব পারে
তাই বুঝা গেল
আপনাকে ধন্যবাদ Good Luck Good Luck
201136
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২২
রক্তলাল লিখেছেন : আওয়ামী বেওয়াকুফরা ভোটেও হারল, আস্থাতেও হারল।

বাংলাদেশের মানুষ জানল, আওয়ামীদের জনসমর্থন নেই।
আবার এ'ও জানল এদের কাছে নির্বাচন নিরাপদ নয়।

বলদ লোক বেশী চালাকি করলে যা হয়। আম ও ছালা দু'টোই হারায়।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
151463
আব্দুল গাফফার লিখেছেন : আপনার কথা জেনে সত্যি হয়
অনেক ধন্যবাদ Good Luck Good Luck
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
151464
আব্দুল গাফফার লিখেছেন : আপনার কথা জেনে সত্যি হয়
অনেক ধন্যবাদ Good Luck Good Luck
201137
০১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৩
রক্তলাল লিখেছেন : ইনু গুন্ডার কপালে দুর্যোগের ঘনঘটা। শীঘ্রই কলকাতা পালাবে।
201462
০২ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৩
জোবাইর চৌধুরী লিখেছেন : তবুও ওদের নেত্রী নাকি গণতন্ত্রের মানসকন্যা।
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৩০
151465
আব্দুল গাফফার লিখেছেন :
আমি বেঁচে থাকতে চাই
আমি আমার জন্য নয়
ইতিহাস কে বুজার জন্য
বালকে চেনার জন্য
শুধু এত টুকু সময় চাই
ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
201478
০২ এপ্রিল ২০১৪ রাত ০৩:০৩
ভিশু লিখেছেন : মানুষ বুঝেছে - কেন সংসদ নির্বাচনে বিরোধী দল যায়নি!
০২ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৫
151469
আব্দুল গাফফার লিখেছেন : আজ আমাদের গ্রামের এক আওমীলীগের বড় নেতা আমার ভাইয়ের সাথে ফোনে কথা বলতেই তার সাথে কথা হয় । উনি আমাকে খুবি স্নেহ করেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ভাল মন্দ কুশল বিনিময়ের এক পর্যায়ে আমাকে বলেন শুনছ বেলালকে চেয়ারম্যান বানাইলাম পুঙ্গা চেয়ারম্যান । পুঙ্গা বলতে গালি বুঝায় আমাদের এলাকায় । আমি বললাম ভাল করেছেন সারাদেশেই এমন মার্কা মারা ভোট হয়েছে আপনারা পিছিয়ে থাকবেন কেন !এই সত্য কথা গুলো সবাই বুঝে আসলে বাল মানে কি ! অনেক ধন্যবাদ ভাইয়া Good Luck Good Luck
201977
০৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০২
egypt12 লিখেছেন : মানুন বা না মানুন এটাই গণতন্ত্র
০৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৪২
153786
আব্দুল গাফফার লিখেছেন : সহমত , অনেক ধন্যবাদ Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File