ছড়া ( কুশপুতুলের অসুখ )

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ০৪ জুন, ২০১৩, ০৩:৫৩:৫৭ দুপুর



কুশপুতুলের কি হয়েছে

শুকনা কেন মুখ

চাটগাঁইয়া স্যুপ খেয়ে

হল নাকি অসুখ

অসুখ হলে ভয় নেই

আমি কবিরাজ

এক ডোজ দিব একখান

ভয় নেই বারো মাস

ডাল পুরি আর খাবেনা

খায়তে মানা পান

যা বলেছি জ্ঞানের কথা

ভাইব না সব ফান ।

@ হেয় পেত্নী শুনো

অসংবদ্ধ কথার ঝাল

আমায় তুমি চেনো !

আমি হলাম বীরবাহাদুর

ভেবেনা মারি ইঁদুর

কানকাটা , চোখট্যারা বদনাম দিয়ে

থাকবে আর কত দূর ।

@ হায়! হায় ! কি কয় !

দিন দুপুরে ঝাপসা দেখি

এমন ত হবার নয় ।

@ এমন যদি হত

কুশপুতুলের কবিতা ছড়া

উদাও হয়ে যেত ।

@ যে যা বলার বলুক লোকে

কান দিতে নেই, সব কিছু তে ।

@ হায়! হায়! বলে কি!

কাশপুতুল যে দিনকানা

বুঝতে এখন নাই বাকি ।

@ কুশপুতুল পিত্নি , মাথায় চেপেছে ভূত

অসংবদ্ধ কথার ফাকে , হয়ে যায় বেহুশ

পেত্নী মেয়ের কথায় কেউ , দেবনা ত কান

পেত্নীরা নাকি খেয়ে বাচে , সুপারি আর পান ।

@ পেত্নি এখন নদীর ধাঁরে

ভূতের কথা মনে করে

কাঁদছে সকাল দুপুর ।

প্রিয় কবিকে পচানোর প্রথম প্রয়াস । Tongue Tongue

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File