টুড়ে ব্লগ নিরপেক্ষ নয়

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৬ মে, ২০১৩, ০৪:২১:৩৭ রাত



অনেকেই হইত চমকে যাচ্ছেন এই কথা কেন বলছি , এসবি বন্ধ হবার পর আমি এক পরিচিত ব্লগার ভাই থেকে এই বিড়িটুডে ব্লগের লিংক পাই । ভালই লেগেছিল যখন এসে দেখতাম আমার পরিচিত ব্লগার গণ আগে ভাগেই এসে অনেক সুন্দর লেখা পোষ্ট করেছেন । ৩ দিন পর নাম লেখিয়ে জয়েন করলাম ,

নতুন বলে কিছু সমস্যা থাকাই স্বাভাবিক ছিল কিছু ব্লগারের পরামর্শে কিছুটা উন্নতি হয়েছে বলে দেখতে পাচ্ছি । কিন্তু আজ কেন এত বড় তাদের নিরপেক্ষতা নিয়ে কথা তুলছি , অবশ্যই একটি ব্লগে নিয়ম শিংখলা বজায় রাখতে থাকে সম্পাদক , সম্পাদক গণ দেখেন যাতে করে ব্লগে কেউ পরিবেশ নষ্ট না করতে পারেন উপরে কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছি যেমন হোম

সর্বাধিক পঠিত

নির্বাচিত

ফিডব্যাক

বাংলা ফন্ট

ব্লগ টিউটোরিয়াল

ব্লগের নীতিমালা

ম্যাগাজিন

এখানে সর্বাধিক পঠিত তে ক্লিলিক করলে যে পোষ্ট টি এই যাবত বেশি পঠিত হয়েছে তা দেখতে পাই অনুরূপ নির্বাচিত ওখানে ক্লিলিক করলে এমন কিছু পোস্ট দেখতে পাই যা খুবি মান সম্পন্ন কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে আজ ১১ জ্যৈষ্ঠ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী। ১৮৯৯ খ্রীষ্টাব্দের এই দিনে ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

নজরুল আমাদের জাতীয় কবি । তাকে নিয়ে ব্লগে তেমন লেখা লেখি হয়নি অথছ টিলিভিশন লাইফ সম্প্রচার গান কবিতা শুনতে শুনতে ঝালাপালা, অবাগ হচ্ছি এই ভেবে ব্লগে যে কয়টাও পোষ্ট হয়েছে কত গুলো ২০ বার পঠিত কোন মন্তব্য নাই ।এক ভাই এইভেবে আপসোস করছেন ।

পোষ্টের শেষে বিশেষ দ্রষ্টব্য: কবির জন্মদিনে তাকে নিয়ে একটি লেখাও নির্বাচিত না করায় অনেক দুঃখ পেলাম।আজ কবির জন্মদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালবাসায়।

নজরুল কে নিয়ে যে কোন একটি পোষ্ট

স্টিকি করলে মন্দ হত কি? এদিকে বিয়ার পরে নামক একটি পোষ্ট লিখেছেন লালসালু ২৪ মে, ২০১৩, ০৯:১০:১৯ রাত যা এখন পর্যন্ত ঝুলছে যা ৪৯০ বার পঠিত ৫৪ টি মন্তব্য এই লেককে একটি মন্তব্যের প্রতি মন্তব্য করতে দেখছিনা

। টুডে ব্লগ কর্তৃপক্ষ পরবর্তী সময় গুলোতে এই বিষয় গুলো বিবেচনায় রাখবেন আশা করছি । নিচে নজরুলকে নিয়ে আজ যারা পোষ্ট করেছেন কয়েকটা লিংকClick this link

Click this link

Click this link

বিষয়: বিবিধ

২৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File