আমার রাজ্যে আমার মতন
লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ২৩ মে, ২০১৩, ০১:৩৮:৫৪ রাত
ওরা হতভাগা ওরা স্তব্ধ
আমার দেহে ফেরাউনের রক্ত
নাই রক্ষা , নাই পরিএাণ
পুড়ে ছারখার যটুকু ঈমান
ওরা কাপুরুষ বলহীন ,
ওদের করব বিলীন ।
ওরা করেছে ভুল ,
নেই যার তুল
ওরা মরছে , ওরা জ্বলছে
ওরা পড়ছে ফাঁদে
ওরা দুর্বল ভীতু ,নিত্য কান্নায়
রাস্তায় রাহাজানি রক্তের বন্যায়
এ আমার স্বপ্ন ,হল বাস্তবায়ন
আমার রাজ্যে আমি , আমার মতন ।
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন