"হেদায়াত"....এক অপার্থিব পুরষ্কার

লিখেছেন লিখেছেন অবারিত ২৪ অক্টোবর, ২০১৩, ০৮:৪৩:১৪ রাত

হেদায়াত হচ্ছে একটি পুরষ্কার। তারাই এ পুরষ্কার পায় যারা এর জন্যে মনোযোগী হয় এবং যারা এ প্রতিদান পাওয়ার জন্যে নিরন্তর চেষ্টা-সাধনা করে।

অন্যদিকে হেদায়াত কারো পৈত্রিক সম্পত্তি নয় যে একে একবার পাওয়ার পর চাইলেই কেউ আজীবন ধরে রাখতে পারে। যারা আল্লাহ প্রদত্ত এই মহা নিয়ামতের যথাযোগ্য মর্যাদা দিতে পারেনা, একে যথাযথভাবে সংরক্ষন করতে পারেনা, এর দাবীগুলো পূরণ করতে পারেনা আল্লাহ রাব্বুল আলা'মীন এই নিয়ামত তাদেরকে আজীবন দিয়ে রাখতে বাধ্য নন। তিনি মহাপরাক্রমশালী। তিনি কোনো কিছুর প্রতিই মুখাপেক্ষি নন, বরংচ এই মহাবিশ্বের সমস্ত কিছুই তার মুখাপেক্ষি। তিনি যা ইচ্ছা তাই করেন। তিনি যাকে ইচ্ছা আলোর পথে পরিচালিত করেন, যাকে ইচ্ছা গুমরাহির দিকে ঠেলে দেন। তিনি সূক্ষ্নদর্শী এবং সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক।

"যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

যিনি পরম করুনাময় ও দয়ালু।

যিনি বিচার দিনের মালিক।

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ।

তুমি আমাদেরকে হিদায়াত করো সিরাতুল মুস্তাকিমের(সরল সোজা, সঠিক পথ) দিকে

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ করেছ।

তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।"

(সূরা আল-ফাতিহা)

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File