শাহবাগের গান

লিখেছেন লিখেছেন সোনার বাংলা ০৪ মার্চ, ২০১৩, ০৩:১৯:২৯ দুপুর

শাহবাগে নতুনের জাগরণ,

জানাতে চায় তোমাদের স্বাগতম।

কিন্তু সে জাগা কাদের মদদে,

কাদের প্রয়োজনে,

নাকি শুধু সব ফ্যাসিবাদিদের ধোকাবাজি প্রোলোভন।

তোমরাতো জানো পদ্মা সেতুর কেলেঙ্কারীর কথা,

তোমরাতো জানো বিশ্বজিতের বর্বরতার কথা,

তোমরা দেখছ পাখির মত সিমান্তে হত্যা,

গনতন্ত্র ধ্বংস করতে ঘোরছে পেত-আত্বা।

তোমরাতো জানো কিভাবে শেয়ার বাজার ধ্বংস হলো,

ওরায় দেশের শত্রু,ওদের বিচারের দাবি তোল।

তোমরাতো জানো হলমার্কের কেলেঙ্কারীর কথা,

গুম হত্যা অপহরনের কারা বড় বড় হোতা।

তোমরা দেখছ সাগর রুনির নির্মম খুন হওয়া,

জনতার দাবি নির্দয় এই খুনিদের ফাঁসি চাওয়া।

রেলের কালো বিড়ালটাকেও তোমরা সবায় চেন,

এত ইস্যু তবু মিথ্যা ইস্যুতে গলাবাজি এত কেন?

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File