আমরা তোমাদের ভুলবনা(বিডিআর বিদ্রোহ)

লিখেছেন লিখেছেন সোনার বাংলা ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১২:৪১ সকাল

২৫শে ফেব্রয়ারী ২০০৯ সাল। মনে পড়লেই শিহরিত হয়ে ওঠে আমার সারা শরীর।

সকালের নাস্তা শেষ করে টিভির সামনে একটু বসা আমার অভ্যাস, প্রতিদিনের মত সেই দিনও আমি বসি টিভির সামনে, টিভির স্ক্রল নিউজ দেখে আমার সমস্ত শরীর যেন কাপছে, কি হতে যাচ্ছে আমার সোনার বাংলাদেশে, দেশের ভবিষ্যতটাই বা কি।

যারা আমাদের দেশের অতন্দ্র প্রহরী তাদের অবস্থায় যদি এই হয় তাহলে আমাদের দেশের আভ্যান্তরিন নিরাপত্বার অবস্থা যে কি তা ভাবতে কারোরি কস্ট হবার কথা নয়।

শুধু রাজনৈতিক উদ্দেশ্য ব্যাবহার করে শেষ করে দেওয়া হল ৫৭জন চৌকস সেনা অফিসারকে।

আমরা বিচার দাবি করেছিলাম কিন্তু তখন আমাদের সম্মানিত প্রধান মন্ত্রী ব্যাস্ত অন্য কাজে। তিনি সফলতার সাথে এই বিদ্রোহ দমন করেছেন বিশ্বের দরবারে সেটি প্রচার করতে তাকে খুবই আগ্রহি দেখলাম ।

দমনত করলেন কিন্তু যাদের জীবন অকাতরে হারিয়ে গেল বিনা কারনে তাদের জন্য কি করলেন?

অথবা ভবিষ্যতে এই ঘটনার পূনারাবৃতি যেন না ঘটে তার জন্যই বা কি করলেন?

সন্তান হারালো পিতা.

স্ত্রী হারালো স্বামী.

বোন হারালো ভাই.

আমারা হারালাম দেশের সূর্য সন্তানদের।

তাই বলি আমরা তোমাদের ভূলবনা।



বিষয়: বিবিধ

১৩৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File