বধ্যভূমি
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২১ মার্চ, ২০১৩, ১১:৩৫:২৩ সকাল
একাত্তরের অনেক কাহানীর জন্ম বুকে ধরে আছি
রক্তের ক্ষরণে ঘায়ের প্রলেপ এখনো শুকায়নি
সেদিন নির্বাক দৃষ্টি মেলে ঠাঁয় হায়নার নৃত্য দেখেছি
আজো দেখে যাচ্ছি..ধারন করেছি এক একটা মৃত লাশ
যেন পৈচাশিক যজ্ঞ মানুষ মারার বধ্যভূমি।
সে কথা বলার অভিপ্রায়ে সময়ের ঘন্টা বাজছে
বধ্যভূমি আমাদের অভিশাপ দিয়ে যাচ্ছে
কেন আমরা আজো দেশ প্রেমিক হতে যে পারিনি
কেন আমরা ভ্রাতৃ বন্ধনে আবদ্ধ থাকতে যে পারিনি
কেন আমরা বিবেক বর্জিত কাজ ফেরাতে পারিনি
এ দেশ তৈরির জন্য শহীদের আত্মত্যাগে মুহ্যমান জাতি।
জাতীর অনাকাঙ্খিত অসুস্থ্য ব্যবস্থাপনায় দেখি
গণমানুষের দাবীকে লুন্ঠন করছে ’দু প্রান্ত… এগুচ্ছে এদেশ
অথচ সেদিন একাত্তর ছিল আমজনতার মুক্তির দাবী
সৃষ্টি সুখের উল্লাসে…বধ্যভূমির স্মৃতিকে ভুলিয়েছে
সময় এবং কাল নয়া দিগন্তের বসন্ত বাতাস।
খবরের অন্তরালে প্রতিদিন মৃত্যের কান্নার শব্দ শুনি
চায়ের পেয়ালা ঝড় তুলছে শহরে বন্দরে
আমরা এক জাতি এক ইতিহাস মুখে বলি…
আজ নিরীহ মানুষ মরছে.. দেখছে বিশ্ব
মানবাধিকারের চিৎকার ধ্বনি হারিয়েছে দিনেদিন..
ক্ষয়েছে বিবেক মূল্যবোধ….বোধদ্বয় অন্ধকারে
কাকে শোনাব কাকে বা দেব এ দ্বায়ভার
সব কিছু শুধু টিকে থাকবার.।স্বার্থ সিদ্ধির কলুষ ক্ষমতার মোহ
বাংলা মাগো আমি যেন সেই বধ্যভূমি একাত্তরেই রয়ে গেলাম।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন