বিন্দু থেকে সিন্ধু
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৭ নভেম্বর, ২০১৫, ১১:৩৫:০০ সকাল
১৬. পৃথিবীর কোন কিছুই আমি চাই না
নক্ষত্র আকাশ পাতাল সাগর কৃষ্ণগহ্বর
বিশাল বিশাল অট্টালিকা কিছু নয়...
কেবল তোমাকে পেয়ে যদি যাই
আমার সকল কিছু পাওয়া হবে
পূর্ণ্যতায় ভড়ে উঠবে এ জীবন।
১৭। আমি যখনই কোন কাজ করি
আমার হাতের বল প্রয়োগ তখন সংকেত পাঠায়
সে তুমি কি নও?
নিশ্চয় নিকট থেকে নিকটে আবাস
আমার কানদ্বয়, যুগল পা, মুখ, নাক, চোখ
সর্ব চালনায় তোমার প্রত্যক্ষ সুক্ষ্ম স্পর্শ
অলক্ষ্যে থেকেই তোমার মোক্ষম কর্ম
মন বলে তুমি সব
এত কাছে তবুও বিরহ জ্বালা
আত্মা শুধু কেঁদে খুঁজে ফিরে ফিরে।
১৮। রক্তের ভেতর খেলা করে গতিয়ের রেণু
দেহের সময় বদলের চিহ্ন
প্রতিদিন আয়না দেখি আর মিলিয়ে দেখি কতটা ঘন্টা কতকাল
বদলে যাওয়া আকারগুলো চিনিয়ে দেখায়
তোমার সকাল দুপুর সন্ধ্যার কারিগরি
এও তো সম্ভব.... যেমনি নাটাই
এত কাছে আছ ঘাঁড়ের চেয়েও নিকটবর্তী
পাওয়ার আকাংখায় আত্মার ছোটাছুটি
তবু জ্বলছে বেভুল পরান।
বিষয়: সাহিত্য
১২৭৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন