হে রিযিকদাতা

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৬ অক্টোবর, ২০১৫, ০৬:২৫:৪৬ সন্ধ্যা

আমি বিহ্বল করুণার বেড়াজালে নিয়ন্ত্রিত

রিক্ততাকে সিক্তবরণ তোমার প্রেম

ভালবাসা না থাকলে কখনো সুন্দরকে অংকণ করাও যায় না

তোমার সৃজন এই জগত সংসার

তুমি ফুলে-ফলে আহার-বিহারে ভরিয়ে রেখেছো

জম্মের পূর্বেই তার অন্নের তালিকা রেখেছো পবিত্র করে

অবয়ব দানে তোমার কারিশমা মিরাকল।

জন্ম থেকে ঘড়িঘন্টা অবদি জীবন

পরিচালনার তেল বা রিজিক দানে নেই তো সুক্ষতম গড়মিল

পৃথিবীর উপরি ভাগের অথবা জলের-ভূগর্ভের

কোথায়ও কোন ঘাটতি রাখনি যে

আমি বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি

কী করে ক্ষুত-পিপাসা মেটাও যার যা প্র্রয়োজন

পূর্ণতায় ভরিয়ে দাও সবখানে।

বিষয়: সাহিত্য

১১৮২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345914
১৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৬
নাবিক লিখেছেন : অনেক ভালো লাগলো।
২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
288114
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ নাবিক ভাই। ভাল লাগা জানিয়ে যাওয়ার জন্য অনেক মোবারকবাদ।
345954
১৭ অক্টোবর ২০১৫ রাত ০৩:০৮
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো, অনেক ধন্যবাদ
২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৪
288115
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য ধন্যবাদ গাফ্ফার ভাই।
345997
১৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১০
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দারুন হয়েছে জুলফিকার ভাই...!!! পিলাচ পিলাচ পিলাচ
২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৫
288116
মোঃজুলফিকার আলী লিখেছেন : ভাল লিখছি কিনা জানি না। উৎসাহে দেওয়ায় আমি আনন্দিত। ভাল থাকবেন।
346030
১৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

অর্ধেকটা মুছে দিলে কেমন হয় Waiting Don't Tell Anyone

Rose Rose

কবি-সাহিত্যিকরা হলেন ভাষার শিক্ষক,
তাঁদের লেখা থেকে অন্যেরা বানান শিখেন
At Wits' End




বানানভুল দেখলে খুব কষ্ট লাগে!! I Don't Want To See

২৩ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৭
288117
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনাকে আমার অন্র্তস্থল থেকে অত্যধিক ধন্যবাদ। কারণ প্রকৃত সুজনরাই ভুলগুলো ধরিয়ে দিতে পারে। আপনিই সত্যিকারের কাজ করেছেন। আশা করি প্রতিনিয়ত আমার ভুলগুলো ধরিয়ে দেবেন। আপনার প্রতি আমি কৃতজ্ঞ থাকব। ভাল থাকুন। আপনার সুসাস্থ্য কামনা করছি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File