জান্নাতের পরশ তুমি মা
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৪ মার্চ, ২০১৩, ১০:২০:২০ রাত
মা গো তোমার ঔরসে জন্ম
দশ মাস দশদিন কত না কষ্ট কুড়িয়েছ
সে স্মৃতির ব্যথা মুছে যেতে না যেতেই
আদরে সোহাগে তোমার ভাষার জালে সপেছি নিজেকে
আজ ভুলতে পারিনি ভাষা শহীদের রক্ত
মুক্তিযুদ্ধের পতিত ভূমির নৈসর্গিক ছাপ।
দিকে দিকে মাগো এখন রক্তের ক্ষরণ দেখে যাই
এখনো সোহাগী মায়ের করুণ আজাহারি শুনি
মৃত্যুর অমীয় সূধা কেবল হাতছানি মরিচিকা
গুম, হত্যা নির্বিচার পথকে করেছে কুলষ।
ওরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে
চল্লিশ বছর পূর্বের কাহানী নতুন ছবকে বলিয়ান
নিরীহ জনতা মরছে পুলিশের হাতে..উল্লাস জনতার আদালত
স্বদেশেই হয়েছি পরবাস....ওদের আকুতি ‘দেশ ছাড়’
ওখানে নাড়েন কাঁঠি....দেশের শাসন উস্কে দেয়।
অবাক পৃথিবী দেখে যাও.... দেখো জাতিসংঘ
মানবাধিকারের চিৎকার... শোনার মানুষ নেই
মাগো মৃত্যুর খতিয়ানে বাড়ছে লোকের সংখ্যা দিনেদিন
রক্তে ভরে যাবে নদী.... বিচার বিহীন থেকে যাবে
তবু চলবে বয়ানে জিগির... এই তো দেশ মাতৃকা স্বদেশপ্রেম।
মাগো আম জনতা জেগেছে ক্ষেপেছে স্বজাতি
ওরা আজ বেশামাল তুমি কাঁদবে ওরা হাসবে
ওরা নাস্তিককে মর্যাদা বাড়িয়ে শহীদ ঘোষণা দেন
ধষর্ণে সেঞ্চুরি করে পবিত্র থাকেন
গুমের প্রচ্ছন্নে জনতার আতর্নাদ দেখেন না
কারণ ক্ষমতা ও তহবিল ওদের দখলে
কিন্তু যাদের-ই হত্যা করা হচ্ছে তারা কি এ দেশের মানুষ নন?
তারা কি বাংলা ভাষাভাষীর লোক নন (?) ভাই কিংবা বোন
রাস্তায় বেরুলে ফিরে আসবো কিনা জানা নেই
মাগো ছোট বেলার শিশুর মতো কোলে নিও
কষ্টের মাদুলি আঁচল বন্ধনে রেখো
চোখের ফোয়ারা ঢেলে দিও কফিনে ও গালে
জান্নাতের পরশ তুমি মা
ঢেকে রেখে দিও স্বদেশ মাটির কোল।
বিষয়: Contest_mother
১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন