আমার আঁধারে তুমি যে আলোর মমি
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৪ জানুয়ারি, ২০১৫, ০৫:০৩:২৯ বিকাল
আমি অন্ধকারে আছি….
আমার দেহপিঞ্জরে বিন্দু বিন্দু আবর্জনা
শিরায় শিরায় রক্ত কনিকা সকল
মাংসপেশী মেদ ভুড়ি, চর্বি…
রোগ জিবানুর বসবাস।
আমি হাঁটি চলি জিহ্বা সঞ্চালন করি
আমি এক মুভি
আমাকে নাচায়… আমি নাচি
আমাকে দেখায় দেখি
আমাকে হাসায় হাসি
আমাকে কাঁদায় কাঁদি
চোখ মুদলে টের পাই আসল রহস্য…..
প্রজেক্টর যথেষ্ট ভূমিকা রাখে
এ সত্য কথাটি ভুলে গেছি প্রিয়
আমার আঁধারে তুমি যে আলোর মমি।
বিষয়: সাহিত্য
৮১৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন