নিজেকে চিনিনি তাই....
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৮:১৫ রাত
নিজেকে চিনিনি তাই.....
অনেক দূরত্ব আকাশ এবং মাটি
আত্মাকে জেনেছি মাত্র.... দেখিনি কখনো
বিশ্বাসের কোন ত্রুটি হয়নি
আমার শিরায় শিরায় প্রবাহ রক্ত
স্পন্দনে জানান দেয়....
কোথা থেকে আগমন বা কোথায় শেষের ঠিকানা
সদুত্তোর জানা নেই....
আমার পেশীর সঞ্চালন বল-শক্তি কোথায় বা পাই?
কোথা থেকে আসে বুকের কাঁপন?
কেউ কি নেই এ দেহ কারিগর?
এই ভবের বাজারে শুধু অহংকারের মেলা...
বলতে পারো (?) কেন
একই খাবারে শিশু বড় হয়, যুবক বলিষ্ঠ
বৃদ্ধ খেলে বুড়ো... রোগা হয়.. মুত্যুর হাতছানি
আঘাতের সঙ্কেত রাডারে প্রতিধ্বনি বাজে
রক্তের গতিয়ে চলেছে স্বপ্নের রেলগাড়ি
এ খাঁচার মধ্যে তার বাড়ি
একদিন আসল ঠিকানায় উড়ে যাবে পাখি
ক্ষমা কর প্রিয়, পোষা ময়নার মালিক যিনি
নিজেকে চিনিনি তাই চিনলাম না তাঁরে।
বিষয়: সাহিত্য
১০০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল থাকবেন নিশ্চয়।
আপনাকে ব্লগে পেয়ে অনেক ভাল লাগছে । অনেক মিস করি ফোন নাম্বারটি হারিয়ে গেছে তাই চাইলেও ফোন দিতে পারিনি । আশা করি নিয়মিত হবেন ।
মন্তব্য করতে লগইন করুন