শহরে ঈশ্বর
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১২:০৩ দুপুর
নাগরিক জীবনের প্রয়োজনেই শহর
এ শহর তীল তীল করে গড়েছে মানুষ
যেখানে সুন্দর পরিবেশ রাখবার বিধান।
এখন সেখানে ছুটছে গতিয়ের অক্টোপাশ-
চৌম্বক থাবায় খামছে ধরে আছে শহরে ঈশ্বর-
হা করা তিমির অবিকল গ্রাসাচ্ছাদন ।
(যাকে তুমি দেখ প্রিয়)
শকুন চোখের তির্জক বাজদৃষ্টি মেলে দেখে নেয়
টাইগার টার্গেটে কলজেটার দাম বাড়ায় এইট মিলিয়ন....
ঈশ্বর এখন টাকার কুমির…হ্ত্যার হাঙ্গর
নির্যাতনের ছোঁ মারা ঈগল, লুটপাটে দিগম্বর হনুমান।
হায় প্রভূ! শহরে ঈশ্বর সাজে নামীদামী ফেরাহ
কাউকে যাতাকলে পিষে বাটনা বাটে-
তৈরি করে নেয় মারনান্ত্র- তেঁতুল শাশন উস্কে দেয়
কারো হাতে থাকে বিচারের মহা অর্ঘ
কেউ অন্ধকারে সারেন নিষ্কাম…কেউ বাজান সাইরেন।
শহরে ঈশ্বর বড়ই শয়তানী কাজ...(ধর্ম মানে না)
গুম-হত্যা-নির্যাতন সন্ত্রাস চালনায় সিক্ত হস্ত
পোকা মাকরের নেশা মত্ত.. নেন সুখের বাতাস
(তোমাকেই অস্বীকার করে)
ইচ্ছেদিন প্রয়োজন মেটাতে সচেষ্ট…বাঁচাতে স্বপ্রাণ
তারা নন্দিত হন… ক্ষমতার নগ্ন দর্প ত্যাজ
পড়ে থাকে কেবল স্মৃতির কালো ছাপ।
এই সকল ঈশ্বর চারপার্শ্ব নিয়ন্ত্রণ-
(এরা একক নহেন প্রিয়)বহু
দিকে দিকে নাগীনি ছোঁবলে মৃত্যূর হালখাতা।
বিষয়: সাহিত্য
১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন