তৃষ্ণার্ত চাতক

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ০২ মার্চ, ২০১৪, ১১:৩৮:৫৮ সকাল



এ পৃথিবীর কত যে অচেনাকে চিনিয়েছ

কত অজানাকে জানিয়েছ তুমি

ঠাঁই দিয়েছ পান্থশালার

অতীতকে ঝেড়ে ঝাড়ে চলেছি যখন আলোর সন্ধান

তুমি যেই পুরাতন নতুনের চেয়ে আর উজ্জ্বলতর

দূরের দিগন্ত আপন নিরিখে ধরা দাও।

তোমার সৃজিত এ ভূবন এক চিত্রকল্প

আদি অনন্ত তোমার চিরচেনা তুলির আঁচড়

জীবনের প্রতি পদক্ষেপে যখন যেখায় নিয়ে গেছ.....

পরিচিত করায়ে মোহরে জড়ায়েছ সকল অন্তর।

যদি একবার তোমায় চিনতে পারি প্রিয়

কোন ভুল কোন ভয়.. কোন শঙ্কা থাকবে না মনে

বাধাহীন সংসার.. সকল কিছুই সহজতর.. ধন্য হবো

তুমি পরিচিত করে তুলবে সেদিন

আমি রবো তৃষ্ণার্ত চাতক দৃষ্টি মেলে।

বিষয়: সাহিত্য

১২৩৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

185449
০২ মার্চ ২০১৪ সকাল ১১:৫০
সজল আহমেদ লিখেছেন : বাহ!
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২০
137379
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর অভিব্যক্তি। অনেক ধন্যবাদ, ভাল থাকুন।
185456
০২ মার্চ ২০১৪ সকাল ১১:৫৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
137380
মোঃজুলফিকার আলী লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম ওয়রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আবার আসনেব।
185492
০২ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
আব্দুল গাফফার লিখেছেন : আপনার বাসনা পূরন হক এই কামনাই করছি । অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
137381
মোঃজুলফিকার আলী লিখেছেন : আপনাকে অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ দোয়া করবেন। ভাল থাকুন।
185518
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৬
বিন হারুন লিখেছেন : অনেক অনেক সুন্দর Rose Rose
০২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৪
137383
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে ঋণী করেছে। আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আপনার সুন্দর জীবন কামনা করি। ভার থাকুন।
185602
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
সায়েম খান লিখেছেন : চমৎকার সৃষ্টি, অনেক ভাল লাগলো।
০২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
137478
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর অভিব্যক্তি। ধন্যবাদ। ভাল থাকুন।
187139
০৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৪
অজানা পথিক লিখেছেন : অসাধারন!
187171
০৫ মার্চ ২০১৪ দুপুর ০২:০৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করে যাবার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ।
187275
০৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাল লাগা রেখে গেলাম।

কবিহে তোমার কবিতার আডডায়
এসে হই বিভোর,
বাকহীনের মত ভাবি কি লিখবো
মিলেনা ছন্দ মোর।

তবুও ভাবি লিখি দু কলম
জমে উঠুক এ আসর,
কবির জন্য কবিতাই শ্রেস্ঠ
কাবিতায় পুর্ন ঘর।

তোমার কবিতায় হই বিমোহিত
লিখে যাও জীবনের ছবি
শব্দ বুননে তুমি অনন্য, তাই
তুমিই এ যুগের কবি।

ধন্যবাদ।
187337
০৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : কবিতার সুরে মোহিত হলাম। অনেক সুন্দর প্রবাসী মজুমদার ভাই। ভাল থাকবেন।
১০
188822
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:১০
ইক্লিপ্স লিখেছেন : খুব চমৎকার হয়েছে। আগের থেকে আপনি অনেক ভালো লেখেন।
০৮ মার্চ ২০১৪ দুপুর ১২:২০
140068
মোঃজুলফিকার আলী লিখেছেন : ভাল হয় কিনা জানি না। তবে ভাল লেখার চেষ্টা করছি। তবে কিন্তু আপনিও অনেক সুন্দর লেখেন। ধন্যবাদ। ভাল থাকুন।
১১
190325
১১ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : সুন্দর Rose Rose Rose
১১ মার্চ ২০১৪ রাত ০৮:২৫
141693
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১২
248984
২৮ জুলাই ২০১৪ সকাল ০৮:০৮
গাজী লিখেছেন : দারুন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File