তোমার দরজা খুলে রেখ

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৬:২৬ রাত

জীবনের চাওয়া যেটুকু ছিল তুমি বঞ্চিত করনি

প্রতি পদক্ষেপে সাথে ছিল পূণর্তার ছোঁয়া

অতি উচ্চস্তরে আসন দিয়েছ

না চাইতে দিয়েছ পৃথিবীর আলো দেহ প্রাণ

তোমার মহাদানের অকৃপণ ঋণী....

এবার যা কিছু নিতে চাও নিয়ে নেও প্রিয়

আমার যা কিছু অর্জন সবই তোমার সম্পদ

আমার যা কিছু পাওয়া সবই তোমার

এতদিন অলীক প্রণয় জোঁক ছিলেম সমুদ্রে

কখন তোমার পথকে কন্টকাকীর্ণ করেছি

ভুলের পাথরে পা রেখেছি... নতজানু হইনি

তুমি আমার আরশিনগরে বন্দি

এ তো আমার পরম পাওয়া মহা সঞ্চিত সাধন

নীল-কান্ত-মণি দয়ার প্রপাত.....

আজ শুণ্য করে দাও গো আমায়

যতটুকু তুমি পছন্দ কর প্রিয় নিয়ে নাও

শুধু তোমার দরজা খুলে রেখ

দানের করুণা ভিক্ষা যেন পাই।

বিষয়: সাহিত্য

৯০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183533
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪২
135715
মোঃজুলফিকার আলী লিখেছেন : ভাললাগা জানিয়ে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।
183549
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪১
নীল জোছনা লিখেছেন : মাঝে মাঝে আকাশের মিটিমিটি তারার মাঝে কৈ হারিয়ে যান বুঝি না।

কবিতায় আর কি বলবো বলেন।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
135724
মোঃজুলফিকার আলী লিখেছেন : হ্যা ভাই হারিয়ে যেতে হয়। কেননা আগে তো প্রয়োজন... তারপর অন্য সব। কাজের ফাঁকে ফাঁকেই চর্চা করতে হয়.. এ আর কি? ধন্যবাদ। ভাল থাকুন।
183557
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : চমতকার পোস্ট ভাল্লাগলো ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৩
135730
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
183631
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৩
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল্লাগছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৮
135963
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক ধন্যবাদ। ভাল থাকুন।
196789
২৩ মার্চ ২০১৪ রাত ১০:১৯
প্রবাসী মজুমদার লিখেছেন : সবচেয়ে বড় কথা হল, আপনার কবিতার ভেতরে এক ধরেনের গভীর অনুভূতি পাই। ডুবুরীর মত আপনি অনেক গভীরে গিয়ে কবিতার শব্দ গেথে গেথে ছন্দ তৈরী করেন বলে হয়তবা এত ভাল লাগে।

ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
147778
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অনুভূতি প্রকাশ করে উৎসাহ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভাল থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File