জাপানী আদলে বাংলা হাইকু (৬৮১- ৭০০)

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৪ জানুয়ারি, ২০১৪, ০২:৫০:১৪ দুপুর

681. নদীর খেলা

জোয়ার ভাটা গতি

চাঁদ সূর্যের।

682. মাতৃহীনার

চারিদিক সমুদ্র

আলেয়া দেখা।

683. প্রাত শিশির

সূর্য়ে বিলীন যেম্নি

পূর্ণীমা চাঁদ।

684. ভাঙ্গা কুটির

দরিদ্র প্রতিচ্ছবি

স্বপ্নের ছায়া।

685. বাড়িই দেশ

স্তম্ভ চোখের জল

যুদ্ধের স্মৃতি।

686. পত্রহীনবৃক্ষ

প্রেম বিহীন ঠোঁট

নৈঃশব্দ চলা।

687. দু’চোখ মুদলে

শুধু দাঁড়কাঁক স্বপ্ন

হৃদসীমানায়।

688. কৃষক হাটে

নদী ঘাট প্রান্তর

জন্ম ভূমির।

689. সাদা এ পথ

যেন শীতের নদী

পৌঁছায় চাঁদে।

690. যুদ্ধের স্মৃতি

চোখের জলে নদী

মুকগহ্বর।

691. অক্টোপাশঘুড়ি

চুষে অতিক্রমন

নিত্য অভ্যাস।

692. ক্ষুদ্র এ দিন

হিমালয়ের উষ্ণ

শীত কাঁপন।

692. রক্তিম চাঁদ

চুমু খেতে দারুণ

স্বাদে তরমুজ।

693. জলাদ্ধ পথ

বাঁশের পুল-খুঁটি

মাছের বাস।

694. তারার মেলা

ছান্দের তালে চলা

ট্রেন লাইন।

695. সুনামি দৃশ্য

সমুদ্রের সাথে মিশে

মৃত্যু মিছিল।

696. বিদ্যুত আলো

নিভে গেলে কি হবে-

আকাশে জ্বলে।

697. বিদ্যুত সুইচ

টিপলে আলো- জেনেও

আমি আঁধারে।

698. আগুনে পুড়ছে

অন্ধের বণর্নায়

রংধনু দেখা।

699. ভোটক্দ্রে ফাঁকা

বাক্সে কাগুজে নৌকা

খাঁটি জনতা।

700. স্বদেশী মারো

যুদ্ধের নামে খেলা

বাড়ুক চেলা।

বিষয়: সাহিত্য

১২৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162414
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৫
বাকপ্রবাস লিখেছেন : দুটো শব্দ
আছে চিন্তার খোরাক
ভাবনা জব্ধ
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৯
116701
মোঃজুলফিকার আলী লিখেছেন : সুন্দর অনুভূতি প্রকাশ করে যাবার জন্য ধন্যবাদ। ভাল থাকুন বাকপ্রবাস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File