সিজোফ্রেনিক কিছু কথন
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৬ আগস্ট, ২০১৩, ১২:০৬:২৬ দুপুর
আমি যে তোমার হাতের পুতুল ঘুড়ির নাটাই তোমার নাগাল
ছাড়লে সুতা উড়াউড়ি টানলে ঘুড়ির দমের ফল্।
তুমি তো সকল কারিগর নতুনের নতুনতর দিক দিগন্ত পাহাড় সাগর দশদিক নিদর্শনাবলী চারিদিক যেদিক তাকাই তোমার জয় জয়কার সৃজন কর্মের নন্দনের অলংকার আকাশ পাতাল একক বিশ্বাস একক দৃঢ়তা (আমি) মহা কর্মের ক্ষুদ্র এ সংস্করণ........
আমি যে তোমার হাতের পুতুল ঘুড়ির নাটাই তোমার নাগাল
ছাড়লে সুতা উড়াউড়ি টানলে ঘুড়ির দমের ফল্।
অন্ধের আলোক যষ্টি ঝিনুকের মুক্তা ঝলমল সাগরে প্রবাল শিলা বীজের অঙ্কুর ভূমে যত ক্ষুদ্র অণু পরমাণু বিন্দু ভর তোমার নির্দেশ ফল প্রায়গিক রসায়ন সৌর রশ্মি ত্যাজ গবেষণা জেনে স্বজ্ঞান হারাই সব সৃষ্টি যা দৃষ্টিগোচর যা অচিন্তনীয় বসবাসে বিমোহিত তোমার ত্বরণ দেখে তবু হাবুডুব খাই ভুলের সাগরে.....
আমি যে তোমার হাতের পুতুল ঘুড়ির নাটাই তোমার নাগাল
ছাড়লে সুতা উড়াউড়ি টানলে ঘুড়ির দমের ফল্।
বিষয়: সাহিত্য
১৫৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন