তোমার এককে নিরানব্বই সফেন
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৯ জুন, ২০১৩, ০৭:৫১:৪২ সন্ধ্যা
12. হে সৃজনশীল
অন্তহীন যাত্রা। পথের কিনারা খুঁজে সীমানা পেরিয়ে স্পৃহার নন্দন তুলে নিচ্ছি। তুমি বঞ্চিত কর না প্রসন্ন দৃষ্টি। মহা জাগতিক অপার সাগরে কি না দিয়েছ তুমি হে সৃজনশীল । পৃথিবীর আলো, বাতাস, মহাকাশ, সপ্ত জ্যোতিস্কমন্ডল, বন বনানি, পশুপাখি, শরীর, হৃদয়, নিঃশ্বাস প্রশ্বাস, জল বায়ু সকল কিছুই তোমার মহাদানে জীবনকে করেছ ঋণী। হৃদয়ের গহীন কোঠরে তোমার বসবাস- যেথায় অদৃশ্য গোপনীয় প্রকৃত আবাস। সেখানটায় গাঁথা আছে আলোর ফরাস। তোমার সৃজনে তুমি যে অতুলনীয় ক্রুটিহীন... ভাষায় প্রকাশে অপারগ। আমি অতি ক্ষুদ্রাতি মানব দৃশ্যত বিভাগী। তোমার নন্দিত সৃজনের যশঃ গান যেন বা বুকে ধারন করে আনাহত মিশে থাকতে পারি...কবুল কর যে আমার প্রার্থনা।
13. হে মহান শিল্পী
সৃষ্টিকূলের নন্দন তোমার মহান শিল্পগুণ
তুমি প্রতিটি বিন্দুর প্রতিটি প্রাণের যেই অবয়ব যা দান করেছ...
পৃথিবীর কারো পক্ষে তা সম্ভব নয়।
হে প্রভূ আমরা যে মানুষ ও জিন জাতি
প্রত্যেকটিই নানান আকৃতি
তেমনি গাছ পালা পশু পাখি পোকামাকড় যন্ত্রু দানব
প্রতিটির অবয়ব ভিন্ন.... ভিন্ন গতি প্রকৃতির...
তোমার মহান শিল্পগুণেই কেবল চলাচল।
এই ভূমন্ডল সৃষ্টি যেমনি মিরাকল.... তেমনি শুণ্যে ভাসমান শিলা....
পাহাড় সাগর বিশালতা উচু নীচু সব কিছু....
সৃষ্ট তোমার পবিত্র গ্রন্থ আলকোরআন।
আমি যে ক্ষুদ্র বাবুই তবু শিল্পের বড়াই করি....
অহং প্রকাশ করি নিজেকে বিরাট শিল্পী ভাবি....যা বিন্দুর বিন্দু।
ক্ষমা কর প্রভূ আমি যেন আত্মঅহংকারে ধ্বংসে নিমজ্জিত যেন বা না হই।
বিষয়: সাহিত্য
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন