নদী ও সময়

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:৩২:৩০ সন্ধ্যা



যখন নদীর কথা বলি ধেয়ে আসে ছবির প্রকৃতি

এখানে দিগন্ত প্রসারিত বয়ে চলে বহু নদী

ভাঙ্গা আর গড়ার প্রভাবে প্রকৃতিও খেলা খেলে

নদীগুলো বলতে পারে জোয়ার ভাটার পালাক্রম

কতগুলো নিয়মের বেড়াজালে আঁটকে আছে।

ওরা বুঝতে পারে প্রভূর বিধান- তাই মেনে চলে

কখন ভাটায় টানে জল সাগর দিগন্ত মেশে

কখনও জোয়ার ভেলায় ভাসতে গিয়ে দুকূল প্লাবন

জল চিনেছে সাগর আর চন্দ্র সূর্য বলে দেয় গতি প্রকৃতির কথা।

আমরা যে মানুষ আমাদের নিয়মের কোন গন্ডি নেই

আমাদের সংবিধানে তাঁর গুণাবলী প্রশংসা সূচক আজ্ঞা ঝেঁরে ফেলি

নিজেদের বানানো কানুনে ভ্রষ্ট পথে চলি… যার জন্য

আমাদের বিপর্য়কে ডেকে আনি, দিকেদিকে মরিচিকা

জ্ঞানীর বিবেক জেগে ওঠে…. এ মননে তখন তোলপাড়

আলো আধাঁরের খেলায় সময় কাঁটিয়ে তখন বিদায়ের ঘন্টা ধ্বনি শুনি।

বিষয়: সাহিত্য

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File