জাপানী আদলে বাংলা হাইকু (641-660)

লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ১৮ এপ্রিল, ২০১৩, ০৫:৪৪:৪৮ বিকাল

641. বাংলা বিমান

উড্ডয়নে সারস

ভাঁজ পালক ।

642. হ্যারিক্যানালো

পোকারা রক্ষা পায়

বন্ধনী গ্লাস।

643. ভৃত্যের কাজ

পরিশ্রান্ত দিবস

উজ্জ্বল চিত্ত।

644. মুমুর্ষু প্রাণ

বাঁচার যুদ্ধে লিপ্ত

শেষ প্রচেষ্টা।

645. একদিকে ভ্রষ্ট

ভিন্নে প্রভূর পূণ্য

দু’য়ে করাত।

646. আলোক রশ্নি

তরঙ্গ দোলে নৃত্য

উড়া বেলুন।

647. কনকনে ঠান্ডা

শ্বাস-প্রশ্বাস শব্দ

অনভিপ্রেত।

648. প্রচন্ড শীত

দেহ তাগিদ দেয়

কত যৌবন?

649. গহীন বন

বৃষ্টির নৃত্য সুর

সিক্ত হৃদয়।

650. সেগুন কাঁঠ

যার পুরনো ভিত্তি

মাটির দিক।

651. চাঁদের দৃশ্য

বাঁকা সারস ঠোঁট

সাদা কাগজ।

652. চাঁদে আঁধার

সাদা বিদ্যুৎ শোভা

তোমার পত্র।

653. স্মতির চিহ্ন

গোলাপ পাঁপড়ি শোভা

প্রতিফলন।

654. শরত বার্তা

বৃক্ষরা দোলে পাখি

কন্ঠ বিলোয়।

655. হলুদ পাখি

ছন্দের নৃত্যে চাঁদ

একপেশে আলো।

656. ট্রেন লাইন

সমান্তরাল ঢেউ

শেষ গন্তব্য।

657. পতিত তারা

জেলেরা ভিক্ষা মাগে

জালের মাছ।

658. মরা পুকুর

লাফানো ব্যাঙ নাই

মৃত্যূর কুপ।

659. গুরুর চিন্তা

পাখির খাদ্য দৃশ্য

বৃক্ষ নিশ্চুপ।

660. ফল দোকান

যাযাবর মাছির

আঙ্কুর স্বাদ।

বিষয়: বিবিধ

১৪৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File