প্রগতিশীল বুদ্ধিজীবি ও হলুদ সাংবাদিক
লিখেছেন লিখেছেন কতদুর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৪:৫৪ বিকাল
আমাদের দেশের তথাকথিত জ্ঞানপাপী বুদ্ধিজীবি-- বিবেক,চেতনা,মানবতা,মানবাধিকার,প্রগতির কথা বলে প্রতিনিয়ত লম্বা লম্বা বুলি ছাড়েন। আমি তাদের সত্যিকার চরিত্রটা সংক্ষেপে তুলে ধরছি-এই সরকারের শাসনামলের শুরু হতে প্রতিদিন তাদের অপকর্ম , ছাত্রলীগের অপকর্ম, সরকারের সীমাহীন দূর্নীতি, গুম, হত্যা, ধর্ষন, চাদাবাজি, টেন্ডারবাজি, ধর্মীয় মূল্যবোধের উপর আঘাত, গণতন্ত্রের নামে চরম স্বৈরতন্ত্র চালিয়েছে। তা কিছু হলেও মিডিয়াগুলো এইসব বুদ্ধিজীবিদের মাধ্যমে তুলে ধরতো (টক শো ও কলাম লেখনিতে)। যার প্রমান কয়েক মাস পূর্বে শেখ হাসিনা তাঁর বক্তিৃতায় বলেছিল মধ্যরাতে মিডিয়াগুলো আমাদের গলাকাটে, আর বুদ্ধিজীবিদের বলেছিল সিঁদকাটা চোর। এর মাধ্যমে মিডিয়াগুলো সাধারণ জনগনের বাহবা কুড়াতো, কিন্তু আমরা বাংলাদেশীরা অনেক বেশি আবেক প্রবণ। তাদের প্রতারণা বুঝতাম না। এই প্রতারক চক্র সঠিক সময়ে এসে তাদের নগ্ন ফ্যাসিবাদী চরিত্র ফুটিয়ে তুলে (ঠিক নির্বাচনের পূর্বমূহুর্তে)। তারা সরকারের প্রত্যেকটি পূর্ব পরিকল্পিত সাজানো নাটকসমূহ চরম মিথ্যাচার, বিবেক বহির্ভূত মন্থস্থ করে চলছে এইসব নামধারি বুদ্ধিজীবিদের(ডঃ জাফর ইকবাল, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন সহ নাম পরিচয়হীন ব্লগার প্রমুখ) মাধ্যমে। নির্বাক ও নিরুপায় হয়ে এদেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষগুলো তাদের নির্লজ্জ মিথ্যাচার, ভয়াবহ হলুদ সাংবাদিকতা দেখছে আর নিরবে নির্ভিতে চোখের পানি ঝরাচ্ছে। এইসব হলুদ সাংবাদিক ও জ্ঞানপাপী বুদ্ধিজীবিগুলো বিবেক মানবতার হত্যাকারী। ওদের প্রতি প্রচন্ড ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট প্রার্থণা করছি, হে আল্লাহ নাস্তিকদের দোসরগুলোকে হেদায়াত দান করো। আর সাধারণ মুসলমানদের ঈমানী শক্তি বৃদ্ধি করে দাও।
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন