২ নং গান: অবহেলে তুমি যারে ফিরিয়ে দিলে

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৬ আগস্ট, ২০১৪, ০৮:৫৫:০৪ সকাল

অবহেলে তুমি যারে ফিরিয়ে দিলে

তার সাজানো বাসর ভাঙতে ফিরে কেন এলে ॥

সেতো চেয়েছিল তোমার জীবনে মরণে

মন-মালঞ্চের ফুল লুটাবে তোমারই চরণে।

তবু শূন্য হাতে তারে ফিরিয়ে দিলে। ঐ

তোমাকে হারিয়ে সে এই ভূবনে

কত ব্যথা সয়েছে ক্ষণে ক্ষণে।

একবারও সে পুড়া মনের খবর না নিলে। ঐ

তৃষ্ণা নিয়ে ঘুরে ঘুরে এ পৃথিবী

সুখে ছিল বুকে নিয়ে তোমারই ছবি।

সে ছবিটা আজ তুমি কেড়ে নিলে। ঐ

বিষয়: বিবিধ

১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File