বিদায়ী গান----

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২০ আগস্ট, ২০১৪, ১০:০৯:৫৮ সকাল

কবি মুহাম্মাদ জামাল উদ্দীন আরিফ এর ভৈরব পলতাকান্দার ১১ বছরের কর্ম জীবন শেষে বিদায় উপলক্ষে

১৭/০৮/২০১৪

স্বজনের কাছে যাবে তুমি ফিরে, পরবাস থেকে নীড়ে,

কান্নারা তবু কেন এসে ভীড়ে, কোমল আঁখির তীরে।

পথভোলা যত পথিকেরে তুমি দিয়েছিলে পথের দিশা,

আঁধারের মাঝে আলো হয়ে তুমি তাড়ালে অমানিশা।

অনাহারীর মুখে আহার দিলে পথিকেরে আশ্রয়,

বিরহীরে দিলে শান্ত্বনা আর ভীতুকে দিলে অভয়।

অচেনারে তুমি বুকে ঠাঁই দিলে চেনার সাথী করি,

শত্রুকে তুমি মিত্র বানালে সাম্যের পথ ধরি।

তব এ বিদায়ে আজ তাই কাঁদে শত্রু মিত্রের প্রাণ,

নারী-শিশুরা কাঁদিছে দেখ গেয়ে মহরমী গান ॥

কত কথা, হাসির স্মৃতি ভাসে মানস্পটে,

কত শান্ত্বনা বুদ্ধি দিতে সংগ্রামে-সংকটে।

আজি হতে মোর রুদ্ধ হলো সেই চিরচেনা দ্বার,

জানি না কবে ভুলব স্মৃতি, ঘুচবে হৃদয় ভার।

তব এ বিদায়ে বুক ভরা ব্যথা আঁখি ছলোছল,

কত জন যে মুর্ছা গেছে হারিয়ে গায়ের বল।

এ বিদায় তব সার্থক হলো যদিও কাঁদে প্রাণ,

মাস্তুলে পাল ওড়াও হে মাঝি গাও বিদায়ী গান ॥

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

256308
২০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫৬
প্রবাসী মজুমদার লিখেছেন : গানটি সত্যিই চমতকার। পরবাসে গড়ে উঠা এ অস্থায়ী আস্থানা ছেড়ে যাবার আকুতি ফুটে্ উঠেছে। ধন্যবাদ।
২১ আগস্ট ২০১৪ সকাল ১০:২৯
200239
হাসান কবীর লিখেছেন : ফেসবুকে লিখে কোন মন্তব্য পাওয়া যায় না। শুধু কম দামী একটা লাইক পাওয়া যায়। ব্লগিং এর আনন্দটা এখানেই যে একটা লিখার উপর মানুষের ভাল-মন্দ মতামতের পাশাপাশি পরামর্শও পাওয়া যায়।
256323
২০ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৫
কাহাফ লিখেছেন : ফিরে ফিরে এসো,যেওনা চলে...........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File