উত্তরণের পথ

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৩৪:২১ সন্ধ্যা



দুনিয়াতে যত পাপ-তাপ, হিংসা-বিদ্বেষ, গ্লানি সব,

ইসলাম এসেছে দূরিতে তারে অন্যায় যত পুরান-নব।

যমানার সাথে বদলে যেতে আসেনিকো ইসলাম,

মুহাম্মাদের আলোয় পথ দেখেছিল রুম-পারস্য-শাম।

সে আলোর বাহক আজকে দেখ ঘরের কোণে বসে,

নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরের পিঠে হাত ঘষে।

পাপের টাকা পকেটে পুরে শিখানো বুলি আড়ে,

পরকালকে ভুলে গিয়ে জাতি গোমরাহী ফতোয়া ছাড়ে।

মুফতি নামের কু-পতিরা আজ হালাল বলে হারামের চাকিছে স্বাদ,

অন্ধরাও তাদের পিছু, স্রষ্ট্রা তুমি নির্বাক কেন? বল তা কার অপরাধ?

চোখ থেকেও অন্ধ বলে কুরআন হাদীস না ঘেটে,

মুখোশধারী ভন্ডকে দলীল মেনে নরকের আগুন ভরছে পেটে।

নাস্তিকবাদীরা ডলার ব্যয়ে করছে কুরআনের গবেষণা,

মুসলমানের ঘরে ধুলায় মুড়ানো যুগ-যুগান্তর ধরা হয় না।

জিহাদের নামে মুসলমানের উপর করছে কেউ বোমাবাজি,

ইসলামকে কলঙ্কিত করার কত রকম কারসাজি।

পীর-মুরিদির নামে কেউ কেউ বেহায়পনায় লিপ্ত রয়,

ওরস-মাজারের অন্তরালে অবৈধ কত ব্যবসা হয়।

শষ্য শূন্য ফসলের মাঠ, খরায় চৌচির মাটি,

মুসলমান-মুসলমান দাঙ্গায় মাতে বেদীনরা পরিপাটি।

সুখ-সমৃদ্ধি-শান্তি আসবে মানুষ যদি হয় সৎ,

কুরআন-হাদীসের আলোকে জীবন গড়াই উত্তরণের পথ ॥

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File