তোর বিবেকে তালা ঝুলে

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৪:৫৮ সকাল

রবীন্দ্র নাথ বলেছেন_

‌সাড়ে সাত কোটি সন্তানের হে বঙ্গ জননী,

রেখেছ বাঙালি করে মানুষ করনি।'

ধ্রুব সত্য কথা। দেশ স্বাধীন হবার পর দেশের মাটিতে পা রেখে শেখ মুজিবুর রহমান প্রথম ভাষণে বলেছিলেন_‌

‌আজ কবিগুরুর বাণী মিথ্যে হয়ে গেছে। কবি গুরু এসে দেখে যাও বাঙালি আজ মানুষ হয়েছে। বাঙালি আজ তার জন্ম ভূমিকে স্বাধীন করেছে।'

কিন্তু কুচক্রীরা কবি গুরুর নয়, শেখ মুজিবের বাণীকেই মিথ্যে করেছে দিয়েছে ১৯৭৫ এর ১৫ আগষ্ট রাতে তাঁকে সপরিবারে হত্যার মাধ্যমে।

কেমন তারা ঝুলে এ বাঙালির বিবেকে?

ঢাকা বিশ্ববিদ্যালয় হবার প্রধান বিরোধী ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। অথচ আজ সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষরা রবীন্দ্রনাথের জন্ম-মৃত্যু পালন করে। অথচ যে নবাব সলিমুল্লাহ শত শত একর জমি এবং নিজের সর্বস্ব দিয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করলেন। সেই নবাব সলিমুল্লাহর নাম গন্ধও বিশ্ববিদ্যালয়ের কেউ নেয় না। কেমন তালা ঝুলে এ বাঙালি জাতির বিবেকে?

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File