আজকে ঈদের দিন
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৩ মে, ২০১৪, ০৭:২২:৩৬ সন্ধ্যা
আজকে ঈদের দিন, বাজে মনে খুশির বীণ,
ঈদেরই আনন্দে আজ হই যে উদাসীন ॥
উত্তমরূপে গোছল করে পড়বো নতুন কাপড়,
দুই চোখেতে সুরমা পড়বো, গায়ে মাখবো আতর।
ধনী-গরীব কেউ নয় আজ, সব এক আল্লাহর অধীন ॥
নামাজ পড়তে ঈদগাহে যাবো দলে দলে,
তাক্বীরে তাশ্রীক পড়বো, নেকী পলে পলে।
আমীর-ফকির সবাই আজ এক আসনে আসীন ॥
নামাজ শেষে সবাই মিলে করবো কোলাকোলি,
যত বাধা-বিভেদ আছে, সব যাবো আজ ভুলি।
কেউ কিছু খাবে না আজ পড়শী বিহীন ॥
ধনী-গরীব সবার মনে আজ খুশির তুফান,
ছোট-বড় সবাই আজ গাইবে সাম্যের গান।
মনের সাথে মন মিশিবে দ্বিধা-দ্বন্দ্বহীন ॥
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট-বড় সবাই আজ গাইবে সাম্যের গান।
ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন