কইবো কথা কইবো
লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৭ এপ্রিল, ২০১৪, ০৬:০৬:১৬ সন্ধ্যা
কইবো কথা কইবো সময় হলে কইবো
এত জ্বালা মুখ বুজে, আর কত দিন সইবো।
নদীর দেশের মানুষ আমরা
নদীর দেশেই বাস,
নদীর জলে বান প্লাবনে
ভাসি বার মাস।
এ নদীর দেশেই পানির জন্যে এত হাহাকার
দুঃখ কি করে বল সইবো ॥
টিউবওয়েলেও গ্যাস উঠে
খনির কথা বাদ,
হাড়ির তলায় আগুন নাই
খাবারের নাই স্বাদ।
নেতাদের দূর্নীতির বোঝা
আর কত দিন বইবো ॥
দুদিন পরে আমরা হব জাতির ভবিষ্যত
নেতারা বলেন শিক্ষার জন্য খোলা সকল পথ
পড়ার সময় কারেন্ট থাকে না
দুঃখ কারে কইবো ॥
(আমার “তবুও মানুষ বাঁচে” গ্রন্থ থেকে)
বিষয়: বিবিধ
১০২৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এত জ্বালা মুখ বুজে, আর কত দিন সইবো
অনেক ভালো বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন