কী আজব দেশ, কী আজব বিচার, কী আজব মিডিয়া, চুরি করব চোরে, সাজা পাইবো বিচারক
লিখেছেন লিখেছেন হাসান কবীর ১২ জুলাই, ২০১৩, ১২:১০:৫০ দুপুর
কী আজব কথা? এমন কথা কোন জ্ঞানে বলে, আর মিডিয়াই বা কী করে তা প্রচার করে? আমার বুঝে আসে না।
প্রসঙ্গ সেই পুরনো কথা। শফী হুজুরের বয়ান। বয়ানের সূত্র ধরে রোকেয়া পঁচী বলেছেন শফী হুজুরকে তওবা করার জন্য। কতটা বেকুব হইলে এই আবদার করতে পারে। আর মিডিয়ার কুলাঙ্গারা কতটা মূর্খ হইলে তাতে রসদ যোগাতে পারে তা একটু ভেবেছেন?
পঁচীকে বলি_ হে পঁচী! তুমি যখন পর পুরুষের সাথে গলাগলি, ডলাডলি কর অভিনয়ের সময় ক্যামেরার সামনে। আর ক্যামেরার পিছনে কত কি কর তাতো সহজেই অনুমেয়। তখন কি পর পুরুষের গায়ের উষ্ণ অনুভূতিতে শফী হুজুরে দেহে বিদ্যুৎ চমকায়? নাকি তোমাদের দেহের তরল পদার্থ খসে? উত্তর নিশ্চয় দ্বিতীয়টা। মজা পর পুরুষের সাথে মজা লইবা তুমি আর সাজা খাইবো শফী হুজুর এটা কোন জ্ঞানে বল? পর পুরুষের পরশে থাকতে থাকতে দেহের তরল পদার্থের সাথে কি জ্ঞানও খসে পড়েছে?
বিষয়: বিবিধ
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন