৭১ এর পর এই প্রথম কোন ইতিবাচক আন্দোলনে নেমেছে ছাত্র সমাজ। দাবী আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে।

লিখেছেন লিখেছেন হাসান কবীর ১০ জুলাই, ২০১৩, ০৮:৪৬:০৮ রাত

১৯৭১ এর পর এই প্রথম কোন ইতিবাচক আন্দোলনে নেমেছে বাংলাদেশের ছাত্র সমাজ। যেখানে দল, মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ঘটেছে। স্বাধীনতার পর এমন আন্দোলন আর হয়নি। যত আন্দোলনই হয়েছে, সব গুলোই কোন না কোন দলীয় কর্মসুচীতে হয়েছে। এই আন্দোলনের ভিন্নতা এখানেই। যেখানে সবাই কোন ভেদাভেদ ছাড়াই একত্রিত হয়েছে একটি কল্যাণমুখী দাবীকে সামনে নিয়ে। আর সে দাবী হচ্ছে প্রচলিত কোটা নীতি বাতিল করার দাবী। আমি মনে করি দেশের শুধু শিক্ষিত তরুণ সমাজই নয়, প্রতিটি সুনাগরিক এই আন্দোলনে সহমত পোষণ করবেন এবং যোগ দেবেন। তবে আমাদের মনে রাখতে হবে কোন মিথ্যা আশ্বাসে আমরা যেন ঘরে না ফিরি। অবশ্যই আমাদের দাবী যৌক্তিক দাবী। অতএব, কোন আশ্বাস নয়, কারণ কোন আশ্বাসই নেতারা রাখেন না। আশ্বাস দেয়া তাদের স্বভাব আর সে আশ্বাস ভঙ্গ করা তাদের ধর্ম। এতএব, কোটা নীতি বাতিল না পর্যন্ত রাজপথ ছাড়ব না। তুমি আস বন্ধু আমাদের সাথে.. এসো চলি সংগ্রামে শপথে একসাথে। আমাদের দাবী কোটা বাতিলের দাবী, আমদের দাবী মেধার মূল্যায়নের দাবী।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File