ব্লগের পরিবেশ রক্ষায় ছাটাই কার্যক্রম চালানো হোক

লিখেছেন লিখেছেন হাসান কবীর ০৯ জুলাই, ২০১৩, ১১:২৭:৩৫ রাত

গুণীজনেরা বলে গেছেন_

দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভাল। এক বালতি দুধ নষ্ট করার জন্য এক ফোটা চেনাই যথেষ্ট।

আমাদের প্রাণের ব্লগ টুডে যাত্রা শুরু করেছে খুব অল্প দিন হলো। এরই মাঝে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। বেড়েছে পাঠক এবং ব্লগার। রুচিশীল পাঠক এবং ব্লগারের এ এক মিলন মেলা। শুরু থেকেই সুশীল, সচেতন, দেশপ্রেমিক, ধর্মভীরু, অপরের প্রতি শ্রদ্ধাশীল, পর মত সহিঞ্চু ব্লগাদের ব্যাপক উপস্থিতি এই ব্লগে লক্ষণীয়। কিন্তু নিরাশার কথা হচ্ছে_ বেশ কিছু দিন ধরে এই ব্লগ বিখাউজে আক্রান্ত হয়েছে। কিছু রুচিহীন, অথর্ব, গর্ধব মার্ক ব্লগারের কারণে ব্লগের পরিবেশ নষ্ট হচ্ছে। ব্লগে গালাগালি চলছে অবিরত। অশ্লীল ভাষার প্রয়োগ বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। তাই অচিরেই যদি ব্যবস্থাগ্রহণ করা না হয় তাহলে রুচিশীল ব্লগার এবং পাঠকদের এই ব্লগে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। আমি চাই আমাদের প্রাণের প্রিয় ব্লগ সবার কাছে প্রিয় হয়েই থাকুক। তাই মডারেটরের দৃষ্টি আকর্ষণ করে বলছি_ যাদের ভাষা পরিশীলিত নয়, মানুষের বক্তব্য বুঝার মত ক্ষমতা নেই, আজে বাজে পোস্ট করে ব্লগ দখল করে রাখে এমন ব্লগারদের ছাটাই করা হোক। ব্লগের প্রতি শুভ কামনা নিয়ে যেসব পাঠক অভিযোগ করেন, সেসব অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্টদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হোক। আবারও বলি_ দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভাল।

বিষয়: বিবিধ

১০৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File