বদলা নিতে এসেছি

লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৮ মে, ২০১৩, ০৯:২৯:০৫ রাত

বৈশাখ মাস।

হঠাৎ করেই কালবৈশাখী শুরু হল।

বাইরে প্রচন্ড বৃষ্টি

বাতাসের তীব্রতা বর্ণাতীত।

তার ঠিক আগ মূহুর্তে

বাইরে বেরোবার জন্য

প্রস্তুত হচ্ছিলাম।

কারণ ডায়নীর রাক্ষস ছা’য়েরা

অগণিত হেফাজতী নিরীহকে

খুন করেই ক্ষান্ত হয়নি

গুমও করেছে।

বাইরে পা বাড়াতেই মা বলল-

খোকা যাসনে, ঝড় বইছে

বৃষ্টিতে ভিজে যাবি।

আমি বললাম- মা

ভিজবো না,

তোমার খোকার বুকের ভেতর

যতটা অনল আছে

তাতে সাত সমূদ্রের পানিও

শুকিয়ে যাবে।

ঝড়ের কথা বলছ!

তোমার খোকার মনে

যে ঝড় বইছে

তা দেখে সুনামি, সিডররাও

লজ্জা পাবে।

সেকেলে মা কি এত বুঝে!

খোকার উপর ভরসা আছে

তাই পিছু ডাকেনি।

মা জানেনা খোকার বুকে

কিসের আগুন,

জানে না কি এমন ঝড়

যে ঝড়ে খোকা কালবৈশাখীকে

হার মানিয়ে বেরিয়ে গেল।

মা এও জানে না

খোকা কোথায় গেল।

শুধু জানে-

খোকার বুকে ঝড়

জ্বলছে দাবানল।

আমি এখন রাজপথে

এখান থেকে মায়ের পিছুডাক

শুনার ভয় নেই।

তৃতীয় কোন পথও নেই আমার।

হয় মরবো, নয় মারবো।

তাই আকাশ-বাতাস প্রকম্পিত করে

চিৎকার করে উঠি-

মা, আমি বদলা নিতে এসেছি

আমি বদলা নিতে এসেছি

আমি বদলা নিতে এসেছি ॥

বিষয়: সাহিত্য

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File