রাত্রির কাল খাম
লিখেছেন লিখেছেন হাসান কবীর ২৮ মে, ২০১৩, ১২:৩৩:৫৮ দুপুর
আমি বহুদূরের সফর শেষে
ক্লান্ত পরিশ্রান্ত হয়ে
প্রিয়তমার কুঠুরিতে
আশ্রয় নিয়েছি।
প্রিয়তমা আমাকে
খুব ভাল করে
অবলোকন শেষে
আমাকে টেনে নিল উষ্ণ বুকে।
আমি তখন প্রিয়তমার
বাহু বেষ্টনীতে আবদ্ধ।
হৃদ কম্পন বাড়তে থাকে
বেড়ে যায় শ্বাস প্রশ্বাসের গতি।
রাতের নিস্তব্দতার মাঝে
প্রিয়তমার গাঢ়
নিঃশ্বাসের শব্দ
বিষাক্ত সাপের ফুঁসে উঠার
মত শুনাচ্ছিল।
ঠিক সেই সময়ে
প্রিয়তমার সেই ফণাকে
ম্লান করে দিয়ে
গর্জে উঠে হায়েনার কামান।
মাত্র দশ মিনিটের অপারেশন
অগণিত হেফাজতীর লাশ
বুল্ডোজারের সেবায়
সিটি কর্পোরেশনের ময়লার ট্রাক গিলে খায়।
মতিঝিলের পীচঢালা রাজপথ
বিয়াল্লিশ বছর পর দুই হাজার তের এর পাঁচ মে
আবার গ্রহণ ঊনিশ শ একাত্তরের পঁচিশ মার্চের
বৃষ্টি এসে গ্রাস করে শেষ বিন্দুটিও।
নগরবাসী এই প্রথম
উপভোগ করে নয়াভিরাম
ধোয়া-মুছা ঝক্ঝকে
অপূর্ব সকাল।
অথচ ক্ষণিক আগে
ডায়নির ক্ষুধার্ত ছাওদের
কত রক্তে পিপাসা মিটেছিল
রাত্রির কাল খাম ছিঁড়ে
কেউ তা আবিষ্কার করবে না কোনোদিন ॥
বিষয়: বিবিধ
১০০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন