কর সুর গাও গান, নির্জীব দেহ ফিরে পাবে প্রাণ
লিখেছেন লিখেছেন হাসান কবীর ১০ মে, ২০১৩, ১০:২০:১০ সকাল
আর কত থুথু ছিটালে বল
পাবে তুমি লজ্জা,
আর কত হিংস্রতা দানবতা দিয়ে
গড়া তোমার অস্থি মজ্জা ।।
বুঝে না মানুষ বুঝি না আমি
কত দূর ব্যাপৃত তোমার এই
মাংসাশী ক্ষুধা,
কত মার বুক খালি করেছ
ভাই করেছ বোন থেকে জুদা।
তোমার এই রূপ দেখে
ইবলিশও মুখ ঢাকে, পায় লজ্জা।।
হায়রে হায়েনা কত কাল থেকে
পাওনি রক্তের গন্ধ,
চড়াও হয়েছ রাতের আঁধারে
ছিল না যাদের সাথে দ্বন্দ্ব।
তোমারও রেহায় নেই
ছাড়ছে দেখ সবে শষ্যা।।
বিষয়: সাহিত্য
১২৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন